X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে করোনা টিকার প্রথম ‘হিউম্যান চ্যালেঞ্জ’

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:১১

বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাজ্যে করোনাভাইরাসের সম্ভাব্য একটি টিকার প্রথম ‘হিউম্যান চ্যালেঞ্জ’ শুরু হতে যাচ্ছে। এই ধাপে সুস্থ স্বেচ্ছাসেবীদের দেহে করোনাভাইরাস প্রবেশ করিয়ে টিকার কার্যকারিতা যাচাই করা হবে। আগামী সপ্তাহে এই হিউম্যান চ্যালেঞ্জ শুরুর ঘোষণা দেওয়া হতে পারে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

যুক্তরাজ্যে করোনা টিকার প্রথম ‘হিউম্যান চ্যালেঞ্জ’

খবরে বলা হয়েছে, সরকারি অর্থায়নে এই গবেষণা ২০২১ সালের জানুয়ারিতে লন্ডনে শুরু হতে পারে। যেসব সুস্থ স্বেচ্ছাসেবীদের দেহে করোনাভাইরাসে সংক্রমিত করা হবে তাদের ঘনিষ্ঠভাবে নজরদারিতে রাখা হবে। দীর্ঘ একমাস তারা কঠোর কোয়ারেন্টাইনে থাকবেন।

টিকা উদ্ভাবনে ‘হিউম্যান চ্যালেঞ্জ’-এর দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে। ১৮ শতকের শেষ দিকে এডওয়ার্ড জেনের আট বছরের এক ছেলের শরীরে বসন্তের ভাইরাস প্রবেশ করান। টাইফয়েড, কলেরা ও ম্যালেরিয়ার টিকা উদ্ভাবনের জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অনেকেই বলছেন, করোনাভাইরাসের কোনও কার্যকর ওষুধ না থাকায় স্বেচ্ছাসেবীদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।

খবরে বলা হয়েছে, তরুণ, সুঠাম ও সুস্থাস্থ্যের অধিকারীদের জন্য করোনাভাইরাসে সংক্রমিত হলেও ঝুঁকি কম। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ২ হাজার স্বেচ্ছাসেবী হতে নিবন্ধন করেছেন। ওয়ানডে সুনার নামের একটি প্রচার আন্দোলনের পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে হিউম্যান চ্যালেঞ্জ করার আহ্বান জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে ৩৭ হাজার স্বেচ্ছাসেবী রয়েছেন যারা করোনাভাইরাসে সংক্রমিত হতে আগ্রহী।

টিকা উদ্ভাবনের অগ্রগতিতে হিউম্যান চ্যালেঞ্জের মাধ্যমে দ্রুত কার্যকারিতা সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। করোনার তিন শতাধিক টিকা উদ্ভাবনের প্রচেষ্টা চলমান রয়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগই এখন পর্যন্ত গবেষণাগারে বিভিন্ন ধাপের পরীক্ষাধীন থাকলেও ৯টি বড় আকারের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে।

হিউম্যান চ্যালেঞ্জে স্বেচ্ছাসেবীদের দেহে পরীক্ষামূলক কোনও একটি টিকা প্রয়োগ করা হবে। এরপর তাদের দেহে সার্স-কভ-২ ভাইরাসের ডোজ প্রবেশ করানো হবে। এই পরীক্ষার জন্য যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্যের নিয়ন্ত্রক সংস্থা ও স্বতন্ত্র এথিকস কমিটির অনুমোদন লাগবে। 

/এএ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!