X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাশ্মিরের প্রখ্যাত আইনজীবীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৫

ভারত শাসিত কাশ্মিরের প্রখ্যাত আইনজীবী-অ্যাকটিভিস্ট বাবর কাদরিকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ ও তার স্বজনেরা জানান, আগের দিন সন্ধ্যায় শ্রীনগরের নিজ বাড়িতে তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিতর্কে যোগ দিয়ে এই অ্যাকটিভিস্ট কাশ্মিরের স্বায়ত্তশাসনের পক্ষে জোরালো মতামত রাখতেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কাশ্মিরের প্রখ্যাত আইনজীবী-অ্যাকটিভিস্ট বাবর কাদরি

১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরুর পর থেকে কাশ্মিরে এই ধরনের টার্গেট কিলিংয়ের ঘটনা নতুন নয়। এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শত শত মানুষ। মানবাধিকার গ্রুপগুলো এসব গোপন হত্যাকাণ্ডের জন্য বিদ্রোহী এবং ভারতীয় নিরাপত্তা বাহিনী উভয়কেই দায়ী করে আসছে।

বাবর কাদরির স্বজনেরা জানান, বৃহস্পতিবার মক্কেল পরিচয়ে তার বাড়িতে আসে দুই ব্যক্তি। কাদরি ঘরের বাইরে বের হলেই তার ওপর গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় তদন্ত শুরুর কথা জানিয়েছে কাশ্মির পুলিশ। তবে তাকে কেনও হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

গত কয়েক দিনে বার অ্যাসোসিয়েশনের কিছু আইনজীবীর সঙ্গে বাবর কাদরির বিরোধ তৈরি হয়েছিল বলে জানা গেছে। এছাড়া সম্প্রতি একটি টেলিভিশন নিউজ চ্যানেলের বিতর্কে যোগ দিয়ে ভারতের পতন হোক স্লোগান দেন তিনি। পাল্টা জবাবে চ্যানেলটির উপস্থাপক পাকিস্তানের পতন হোক স্লোগান দেন।

১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকেই ভারত ও পাকিস্তান কাশ্মিরের আলাদা অংশ নিয়ন্ত্রণ করলেও পুরো অঞ্চলের কর্তৃত্ব দাবি করে। কাশ্মিরের বিদ্রোহী গোষ্ঠীগুলোও অঞ্চলটি কার অধীনে থাকবে তা নিয়ে দ্বিধাবিভক্ত। কেউ কেউ পাকিস্তানের অঙ্গীভূত হতে চায় আবার অন্যরা কাশ্মিরের স্বাধীনতা চায়। দিল্লির অভিযোগ, কাশ্মিরের সশস্ত্র সংঘাতে সহায়তা দিয়ে আসছে ইসলামাবাদ। তবে পাকিস্তান ওই অভিযোগ অস্বীকার করে আসছে।

প্রায় এক কোটি ২০ লাখ জনসংখ্যা অধ্যুষিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরে ভারতবিরোধী মনোভাব প্রবল। গত কয়েক দশকের লড়াইয়ে সেখানে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী ও নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা