X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইরানে প্রশিক্ষিত সন্ত্রাসী আটকের দাবি সৌদি আরবের, তেহরানের অস্বীকার

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:১০

সৌদি আরব দাবি করেছে, ইরানের বিপ্লবী গার্ডের কাছে প্রশিক্ষিত একটি সন্ত্রাসী গোষ্ঠীকে আটক করা হয়েছে। রিয়াদ জানিয়েছে, ওই গোষ্ঠী সংশ্লিষ্ট দশ ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। তবে সৌদি আরবের এই অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ আখ্যা দিয়েছে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সৌদি নিরাপত্তা বাহিনী

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে তিন জন ইরানে প্রশিক্ষণ নিয়েছে। আর অন্যরা গোষ্ঠীটির বিভিন্ন ভূমিকা পালন করতো। সৌদি মুখপাত্র দাবি করেন, গোষ্ঠীটির সদস্যরা ২০১৭ সালে কয়েক সপ্তাহ ধরে ইরানের বিপ্লবী গার্ডের ঘাঁটিতে অবস্থান করে বিস্ফোরক তৈরির কৌশলসহ বিভিন্ন ধরনের সামরিক ও মাঠ প্রশিক্ষণ লাভ করে।

সৌদি বিবৃতিতে জানানো হয় গোষ্ঠীটির সংশ্লিষ্ট দুটি অবস্থান থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এরমধ্যে একটি বাড়ি ও অপর স্থানটি একটি খামার। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বেশ কিছু স্টানগান, কয়েক কেজি গানপাউডার এবং বিভিন্ন ধরনের রাইফেল ও পিস্তল। আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কার্যক্রম সম্পর্কে আরও তথ্য এবং তাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে জানা যাবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

সৌদি আরবের অভিযোগের জবাবে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ কাতিবজাদেহ একে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে আখ্যা দেন। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক যৌক্তিকতাকে পাশে রেখে হীন মনোভাব প্রদর্শনের অংশ হিসেবে সৌদি শাসকেরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং জনমত ভিন্ন দিকে সরিয়ে নিতে ইরানের বিরুদ্ধে ভুয়া অভিযোগ বানানোর পথ বেছে নিয়েছে। এই পদ্ধতিতে সৌদি আরব লাভবান হতে পারবে না জানিয়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশটিকে সততা ও বিজ্ঞতার পথে ফিরে আসার আহ্বান জানান কাতিবজাদেহ।

উল্লেখ্য, ২০১৬ সালে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। ওই বছর সৌদি আরবে প্রখ্যাত শিয়া মতাবলম্বী নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর প্রতিবাদে তেহরানের সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। পরে ওই দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় রিয়াদ। এছাড়া প্রতিবেশী ইয়েমেন ও সিরিয়াসহ ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশে দেশ দুটির মধ্যে ছায়াযুদ্ধ চলছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!