X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সু চির দলের ৩ প্রার্থীকে অপহরণ, আরাকান আর্মির দায় স্বীকার

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ০৪:০২আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১১:৪৭

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে অপহরণের শিকার হয়েছেন দেশটির নেতা অং সান সু চির নেতৃত্বাধীন দলের তিন প্রার্থী। আগামী ৮ নভেম্বরের নির্বাচন উপলক্ষে প্রচারণা চালাতে গিয়ে  গত সপ্তাহে অপহরণকারীদের কবলে পড়েন দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক লিগের (এনএলডি) এই প্রার্থীরা।  সোমবার (১৯ অক্টোবর) এই ঘটনার দায় স্বীকার করেছে অঞ্চলটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এই প্রার্থীদের বিনিময়ে  ছাত্র বিক্ষোভের সময় আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছে গোষ্ঠীটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সু চির দলের ৩ প্রার্থীকে অপহরণ, আরাকান আর্মির দায় স্বীকার

নৃতাত্ত্বিক রাখাইন জনগোষ্ঠীর অধিকারের দাবিতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। গত বছর থেকে অঞ্চলটিতে এই লড়াই তীব্র হয়েছে। এই লড়াইয়ে এনএলডি সরকারের সেনাবাহিনী বেসামরিকদের ওপর সহিংসতা চালিয়েছে বলে অভিযোগ করে আসছে গোষ্ঠীটি।  

সোমবার অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, ক্ষমতাসীন দল এনএলডি’র তিন প্রার্থী-মিন অং, নি নি মে মিয়ান্ট এবং চিট চিট চাওকে তারাই অপহরণ করেছে। ওই বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, তারা অপহৃতদের মুক্তি দিতে প্রস্তুত, তবে এর বিনিময়ে সাম্প্রতিক বিক্ষোভের সময় কর্তৃপক্ষের হাতে আটক শিক্ষার্থী এবং নিরীহ মানুষদের মুক্তি দিতে হবে। তবে মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিয়ো নুয়ান্ট বলেন, ‘তারা যদি এইভাবে দাবি তুলতে থাকে তাহলে তা মেনে নেওয়া আমাদের জন্য কঠিন হবে।’

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাখাইনের দক্ষিণাঞ্চলীয় তংকুক টাউনশিপে এনএলডি’র এক প্রচার সভায় সশস্ত্র ব্যক্তিরা ঢুকে পড়ে।  ঘটনার প্রত্যক্ষদর্শী ও এনএলডি সমর্থক থান্ট জিন পাইয়ো জানান, ওই সময় তাকে সহ আরও অন্তত দশ জন নারী ও পুরুষকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে মারধর করা হয়। পরে সেখান থেকে ওই তিন প্রার্থীকে তারা অপহরণ করে নিয়ে যায় বলেও জানান তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ