X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সেই ফ্লিনকে ক্ষমা ঘোষণা করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০২০, ০৮:৫৯আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০৯:০৬

যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার আনুষ্ঠানিকভাবে নিজের সাবেক এ সহযোগীকে ক্ষমা ঘোষণা করেন তিনি। টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এ ঘোষণা দিয়েছেন। সেই ফ্লিনকে ক্ষমা ঘোষণা করলেন ট্রাম্প

টুইটে ট্রাম্প বলেন, জেনারেল মাইকেল টি ফ্লিনকে পুরোপুরি ক্ষমা করে দেওয়া হয়েছে। এটি ঘোষণা করা আমার জন্য একটি বড় ধরনের সম্মানের বিষয়। জেনারেল ফ্লিন ও তার চমৎকার পরিবারকে অভিনন্দন। আমি জানি আপনি এখন সত্যিই দুর্দান্ত থ্যাঙ্কসগিভিং পাবেন!

২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে এফবিআইকে মিথ্যা বলার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন মাইকেল ফ্লিন। ২০১৭ সালে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন ট্রাম্পের সাবেক এই ঘনিষ্ঠ সহযোগী।

গত নির্বাচনে পরাজিত হওয়ায় এমনিতেই হোয়াইট হাউজে ট্রাম্পের দিন ঘনিয়ে এসেছে। নিয়ম অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেওয়ার কথা রয়েছে। ফলে আনুষ্ঠানিকভাবে ক্ষমা ঘোষণা করতে হলে এই সময়সীমার মধ্যেই করতে হবে।

রয়টার্স জানিয়েছে, মাইকেল ফ্লিন শেষ পর্যন্ত ক্ষমা পেলে এটিই হবে ট্রাম্পের ক্ষমা পাওয়া সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি।

এদিকে ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে রাজি হওয়ায় হোয়াইট হাউজে বাইডেনের অভিষেকের তৎপরতাও গতি পেয়েছে। শেষ পর্যন্ত গোয়েন্দা ব্রিফিং পেতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। নিয়ম অনুযায়ী নবনির্বাচিত প্রেসিডেন্ট শুরু থেকেই এটি পাওয়ার কথা। তবে নির্বাচনে পরাজয় মেনে নিতে ট্রাম্পের অস্বীকৃতি ও আইনি চ্যালেঞ্জের মতো নানা জটিলতার কারণে এবার এখনও পর্যন্ত এ ব্রিফিং পাননি বাইডেন। তবে সম্প্রতি ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর অনুমোদন দেওয়ায় এখন থেকে নিয়মিত গোয়েন্দা ব্রিফিং পাবেন বাইডেন। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপি-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আল জাজিরা-র খবরে বলা হয়েছে, নিয়মিত গোয়েন্দা ব্রিফিং পাওয়ার অর্থ হচ্ছে এখন থেকে বড় ধরনের জাতীয় নিরাপত্তা হুমকির সংক্রান্ত যাবতীয় তথ্য বাইডেনকে অবহিত করবেন মার্কিন গোয়েন্দারা। দুনিয়ার যে কোনও প্রান্ত থেকে আসা হুমকির ব্যাপারে তাকে জানানো হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম এসব গোয়েন্দা প্রতিবেদন প্রস্তুত করে থাকেন। সূত্র: আল জাজিরা, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!