X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১ ডলারে চাঁদের পাথর কিনবে নাসা

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২০, ১৭:৩৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৩:৩৬
image

চাঁদের পৃষ্ঠ থেকে সংগ্রহ করা একটি ছোট পাথরের নমুনার জন্য এক ডলার করে দিতে কলোরাডোভিত্তিক একটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। চাঁদের মাটি সংগ্রহ করতে লুনার আউটপোস্ট নামের ওই কোম্পানিসহ মোট চারটি প্রতিষ্ঠানের সঙ্গে মোট ২৫ হাজার এক ডলারের চুক্তি করেছে নাসা। মার্কিন সংস্থাটি ২০২৪ সালের মধ্যে বাস্তবায়ন করতে চাওয়া আর্টেমিস কর্মসূচিতে এসব মাটি ব্যবহার করবে। এই কর্মসূচির আওতায় চাঁদে নতুন করে এক জন পুরুষ ও এক জন নারীকে পাঠানো হবে। এছাড়া পৃথিবীর বাইরে খনন কাজ চালানো, বিক্রি এবং ব্যবহারের জন্য একটি বিজনেস মডেলও তৈরি করতে চাইছে নাসা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ১ ডলারে চাঁদের পাথর কিনবে নাসা

লুনার আউটপোস্ট ছাড়া নাসার সঙ্গে চুক্তি স্বাক্ষর করা বাকি কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক ম্যাসেন স্পেস সিস্টেমস এবং টোকিওভিত্তিক আইস্পেস ও তার ইউরোপীয়ান সহায়ক প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী চাঁদ থেকে সংগ্রহ করা ৫০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত প্রতিটি নমুনার জন্য এসব কোম্পানিকে অর্থ পরিশোধ করবে নাসা।

নাসার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘কোম্পানিগুলো নমুনা সংগ্রহ করবে এবং তারপর দৃশ্যগত প্রমাণ এবং তাদের সংগ্রহ করা উপাত্তসহ সেগুলো আমাদের সরবরাহ করবে।’ আর একবার সরবরাহ করলে সেই বস্তু বা নমুনাটির মালিকানা নাসার কাছে হস্তান্তর হয়ে যাবে। মার্কিন মহাকাশ সংস্থাটির কর্মকর্তারা বলছেন, অর্থের পরিমাণ কম হওয়ার কারণ নাসা কেবলমাত্র নমুনা সংগ্রহের অর্থ দেবে, কোম্পানিগুলোর কোনও উন্নয়ন বা পরিবহন খরচ দেওয়া হবে না।

কলোরাডোভিত্তিক লুনার আউটপোস্ট মূলত একটি রোবোটিকস প্রতিষ্ঠান। তারা চাঁদের দক্ষিণ মেরু থেকে পাথর সংগ্রহ করবে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাস্টিন সাইরাস বলেছেন, ‘এই অভিযান  ২০২৩ সালে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, তবে আমরা আরও কয়েকটি অভিযানকারী কোম্পানির সঙ্গে কাজ করছি, তার কারণে আরও আগে অভিযান শুরু করা যেতে পারে।’

নাসা যে অর্থ পরিশোধ করবে তা কোনও প্রণোদনা হিসেবে দেখছে না কোম্পানিগুলো। বরং তারা অভিযান চালানোর ক্ষেত্রে অনেক বেশি বৈজ্ঞানিক সুবিধা পাবে বলে আশা করছে। যেমন চাঁদের পৃষ্ঠদেশ থেকে সম্পদ আহরণের প্রশিক্ষণ নিতে পারবে তারা। জাস্টিন সাইরাস বলছে, মহাকাশ অভিযান নিয়ে সমাজ যেভাবে চিন্তা তার আদলটাই বদলে দেবে এই চুক্তি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা