X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইসরায়েলি ড্রোনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৬, ১৮:৫৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৮:৫৮

এডওয়ার্ড স্নোডেন১৯৯৮ সাল থেকেই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিয়ন্ত্রিত ড্রোন বিমান হ্যাক করে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দেশ দুটি ইসরায়েলি ড্রোনের সংগৃহীত বিভিন্ন তথ্য সংগ্রহ করত। যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ এজেন্ট এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওত আহরনথ। খবরে বলা হয়েছে,ইলেক্ট্রনিক নজরদারিতে বিশেষায়িত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) এবং যুক্তরাজ্যের জিসিএইচকিউ সিরিয়া ও ইরানে ইসরায়েলের বিমানবাহিনীর চালানো অভিযানে গোয়েন্দা নজরদারী করেছে।
জার্মানির ডার স্পেইজেল সাময়িকির অনলাইন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টও এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে,যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এ অপারেশনের কোডনেম ছিল ‘অ্যানার্কিস্ট’। সাইপ্রাস থেকে পরিচালিত এ অপারেশনের মাধ্যমে মিশর ও তুরস্কের ড্রোন বিমানেও গোয়েন্দা নজরদারি চালানো হয়। প্রকাশিত খবর অনুসারে, নজরদারির মাধ্যমে দেশদুটি ইসরায়েলের ড্রোন ও বিমান থেকে নিয়ন্ত্রকের কাছে পাঠানো তথ্য জানতে পারত। এ হ্যাকের মাধ্যমে ইসরায়েলের ড্রোন ও বিমান যখন জঙ্গি নিশানায় হামলা করত তখন দেশ দুটির গোয়েন্দা সংস্থা ককপিটে ভার্চুয়ালি বসতে পারত।  উদাহরণ হিসেবে বলা হয়,২০০৮ সালে এনএসএ’র একটি অভ্যন্তরীণ প্রকাশনায় বলা হয়,অ্যানার্কিস্ট অপারেশনের মাধ্যমে  ইসরায়েলি এফ-১৬ যুদ্ধ বিমানের রেকর্ড করা ভিডিও সফলভাবে সংগ্রহ করা হয়েছে।

সামরিক অস্ত্রসহ ড্রোন বিমান থাকার কথা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার কোনওটাই করেনি। তবে দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ইয়ুভাল স্টেইনিটজ জানান,এতে তারা আশ্চর্য হচ্ছেন না। কারণ তাদের জানা আছে ইসরায়েল ও বন্ধুরাষ্ট্র সহ বিশ্বের সবগুলো রাষ্ট্রে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাসের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, প্রকাশ্যে তারা গোয়েন্দা বিষয়াদি নিয়ে আলোচনা করেন না। সূত্র:টাইমস অব ইন্ডিয়া।

/এএ/বিএ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা