X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিল্পীর কণ্ঠে উজ্জীবিত ‘আজাদি’ সংগীত

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৬, ১৯:৪৫আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৯:৪৬

ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে শিক্ষার্থীদের মুখে অনুরণিত হয় আজাদির গান। ১৯৯৩ সালে লক্ষ্মৌর শিল্পী রাভি নাগার-এর এক গানের পংক্তিগুলোই আজাদির সুর হয়ে বাজছে ক্যাম্পাসজুড়ে। কমিউনিস্ট পার্টির শাখা সংগঠন ইন্ডিয়ান পিপলস থিয়েটার এসোসিয়েশন (আইপিটিএ) বা ভারতীয় গণনাট্য সংঘের জন্য এ গানটির সুর ও সংগীতায়োজন করেন তিনি।

এতো বছর পর এখন জেএনইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে আবারও জনপ্রিয় হয়ে উঠেছে সেই গান। ১৯৯৩ সালে ভারতীয় গণনাট্য সংঘের পাদচিন কবির সাংস্কৃতিক যাত্রার জন্য সংগীতায়োজন করা হয় গানটির। এখনকার স্লোগান, তেজি বক্তব্য প্রকৃতপক্ষে রাভি নাগারের হারমোনিয়ামে সুর তোলা ওই গানেরই অংশবিশেষ। সাম্প্রতিক স্লোগানগুলো মূল গানটিরই অংশ।

শিল্পীর কণ্ঠে উজ্জীবিত ‘আজাদি’ সংগীত

২০১২ সালে মারা যান রাভি নাগার। কিন্তু তিনি যখন গানটির সুর করেছিলেন তার ২৩  বছর পর লক্ষ্মৌতে থাকা রাভি নাগারের বন্ধুরা আবারও গানটিকে পুনরুজ্জীবিত করে তোলেন।

ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি রাকেশ। তিনি বলেন, আটদিনের ওই যাত্রায় আমরা বিভিন্ন গ্রাম ও শহগুলোতে গিয়েছি, গান গেয়েছি, বক্তব্য দিয়েছি। এক রাতে আমরা দেরি করে ঘুমালাম। রাতভর পার্শ্ববর্তী মন্দির থেকে শুনতে পেলাম ‘জয় মাতা দি’।

রাকেশ বলেন, এর পরদিন খুব সকালে উঠে রাভি নাগার রিহার্সেল শুরু করলো। আমি বেশ বিরক্ত হলাম। তাচ্ছিল্যের সুরে বললাম, রাতভর তারা গান করেছে আর এখন তুমি শুরু করেছ! কিছুক্ষণ পর তিনি গুণগুণ শব্দে গাইতে লাগলেন, জয় মাতা দি, জয় মাতা দি, ধীরে ধীরে এটা আজাদি-আজাদিতে পরিণত হয়। কয়েক লাইন শোনার পর তার এই আওয়াজকে দীপ্তিমান মনে হলো।

গানটির কয়েকটি লাইন ছিল এ রকম, আজাদি হায় আজাদি, বাস আজাদি জি আজাদি। মেরি বেহনেইন মাঙ্গে আজাদি, মেরা ভাইয়া মাঙ্গি আজাদি, মন্দির মসজিদ সে আজাদি, চটি দ্বাধি সে আজাদি। এভাবেই রাভি নাগার-এর কণ্ঠে সবার মনোযোগ কাড়ে গানটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ