X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আসামের চা বিক্রি করেই আমার ছেলেবেলা কেটেছে: মোদি

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৬, ১২:৫১আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১২:৫৪

বালক বয়সে চা-বিক্রেতা হিসেবে ভারতের আসাম রাজ্যে উৎপন্ন চা বিক্রি করে রাজ্যটির সঙ্গে এক গভীর বন্ধনে জড়িয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার আসামের তিনসুকিয়াতে এক নির্বাচনি জনসভায় বক্তৃতার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনসুকিয়ার জনসভা দিয়ে আসামের আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা দলের (বিজেপি) নির্বাচনী প্রচারণায় রাজ্যটিতে দুইদিনের এক সফর শুরু করেছেন মোদি।

সফরের প্রথম ভাষণে তিনি বলেন, লোকজনের কাছে আমি যে চা বিক্রি করেছি তা আপনাদেরই চা, এই চা বিক্রি করেই আমি আমার ছেলেবেলা পার করেছি। এর মাধ্যমে শিশুকাল থেকেই আমি আসামের সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্কে জড়িয়ে পড়েছি।

আসামের কংগ্রেস দলীয় মুখমন্ত্রী তরুণ গগৈ গত ১৫ বছর ধরে রাজ্যটির সরকার পরিচালনা করছেন। এবার গগৈকে হারিয়ে রাজ্য সরকার গঠন করার স্বপ্ন দেখছে বিজেপি। সেই স্বপ্ন বাস্তবায়নের প্রচারণায় মোদি বলেন, আমি গগৈ না, লড়াই করছি গরিবির সঙ্গে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের বিজেপি সরকারের কেন্দ্রীয় ক্রীড়া ও যুব মন্ত্রী সর্বানান্দ সনৌয়াল (৫৩) তিনসুকিয়া আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। জনসভায় সনৌয়ালকে আসামের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেন মোদি।

তিনি বলেন, এই নির্বাচন দিল্লির জন্য একটি লোকসান বয়ে আনবে। আমি নিজেও ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। সর্বানান্দ আমার সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমার তাকে আসামে পাঠাতে হবে, জনগণের সেবা করার জন্য।

এবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখলেও বিজেপি আগে কখনোই রাজ্যটির ক্ষমতায় ছিল না। আসামের ৭৯ বছর বয়সী মুখ্যমন্ত্রীর বয়স নিয়ে রসিকতা করে মোদি বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই আসামের নেতার বয়স ৯০ বছর হবে। আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে মুখ্যমন্ত্রী জি, আপনি বৃদ্ধ মানুষ।

আসামের নির্বাচনে সনৌয়ালকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উপস্থাপন করে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

এই লক্ষ্যকে সামনে রেখে মোদি বলেন, ভারতের পাঁচটি সবচেয়ে গরিব রাজ্যের মধ্যে আসাম একটি। অথচ এক সময় আসামকে ধনী রাজ্যগুলোর মধ্যে গণ্য করা হতো। কে এই রাজ্যকে গরিব বানালো? আমি আর কিছুই চাই না, সর্বানান্দকে শুধু পাঁচ বছর সময় দিন। এই নির্বাচন আসামকে একজন তরুণ মুখমন্ত্রী দিবে। সেই দিন বেশি দূরে নয় যখন শিশুরা স্কুলে গিয়ে ‘এ ফর আসাম’ শিখবে।

আসামের উন্নয়নই বিজেপির একমাত্র এজেন্ডা হবে বলে জানান মোদি। তরুণদের বেকারত্ব আসামের সবচেয়ে বড় সমস্যা। বেকারত্বের ভারে জর্জরিত ভারতীয় পাঁচটি রাজ্যের মধ্যে আসাম অন্যতম। আসামে নির্বাচনি সফরে দুই দিনে সাতটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে মোদির। রাজ্যটির বিধানসভার ১২৬টি আসানের মধ্যে ৯১টিতে প্রার্থী দিয়েছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে রাজ্যটির ১৪টি আসনের মধ্যে সাতটিতে জয় পায় বিজেপির প্রার্থীরা।

/এমপি/

সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়