X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
পাশ্চাত্যে ইসলামোফোবিয়া

বিমানে পাশের যাত্রীর সঙ্গে মুসলিম নারীর আসন পাল্টানোও ভীতিকর!

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ২০:৩৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ২০:৩৫
image

বিমানের আসন পাল্টাতে চেয়েছিলেন হাকিমা পাশ্চাত্যের ইসলামোফোবিয়ার ধারায় এবার আবারও যুক্তরাষ্ট্রের বিমান থেকে মুসলিম নারীকে নামিয়ে দেওয়ার হয়েছে। পাশের যাত্রীকে আসন পাল্টানোর প্রস্তাব দেওয়ার পর কোনও ধরনের কারণের উল্লেখ না করেই এক মুসলিম নারীকে বিমান থেকে নেমে যেতে বলা হয়েছে। বিমানের ক্রু বলেছেন, তিনি ওই ওই যাত্রীর ব্যাপারে স্বস্তিবোধ করছিলেন না। যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমানে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট। এ ঘটনায় কোনও ধরনের ধর্মীয় পক্ষপাত কিংবা ইসলামোফোবিয়া ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্তের আহ্বান জানিয়েছে দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস। সেইসঙ্গে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
আমেরিকান ইসলামিক রিলেশনসের ম্যারিল্যান্ড শাখার ম্যানেজার জয়নাব চৌধুরী জানান, হাকিমা আবদুল্লে নামের ওই নারী মাথায় হিজাব পরিহিত ছিলেন। পরিবাবের এক গর্ভবতী সদস্যকে সহায়তার জন্য তিনি সিয়াটল যাচ্ছিলেন। হাকিমার দাবি, বিমানের করিডোরের পাশে বসার উদ্দেশ্যে সেই আসনে বসা যাত্রীকে আসন পাল্টানোর প্রস্তাব দেন তিনি। সে যাত্রীও তাতে সায় দেন। এরপর বিমানের এক ক্রু সেখানে এসে হাকিমাকে বলেন যে তারা আসন পাল্টাতে পারবেন না। হাকিমা ক্রু এর কাছে তিনি কেন আসন পাল্টাতে পারবেন না তা জানতে চান। তখন সে ক্রু হাকিমার প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে তাকে বিমান থেকে নেমে যেতে বলেন।

আরও পড়ুন: ‘নিরাপত্তাজনিত কারণে’ মুসলিম পরিবারকে নামিয়ে দিলো যুক্তরাষ্ট্রের বিমান
সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমান
ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, পরে পুলিশ যখন বিমানের ক্রুকে জিজ্ঞেস করলো যে হাকিমাকে নামিয়ে দেওয়ার পেছনে কোনও কারণ আছে কিনা। জবাবে না সূচক উত্তর দেন সে ক্রু। বিমানের ওই যাত্রীর ব্যাপারে স্বস্তিবোধ করছিলেন না বলেও জানান তিনি।

পরে হাকিমাকে সুপারভাইজারের সঙ্গে কথা বলতে বলা হয়। আর এর বেশ কয়েক ঘণ্টা পর অণ্য একটি বিমানে করে তাকে সিয়াটলে পাঠানো হয়।

জয়নাব চৌধুরী জানান, ‘ওই ধরনের অভিজ্ঞতার পর হাকিমার মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। কারণ তাকে যাত্রীভর্তি একটি বিমানে সবার সামনে অপমান করা হয়েছে।’

হাকিমার আইনজীবী উইলিয়াম বারগেস বলেন, ধর্মের ভিত্তিতে বিমানের যাত্রীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করাটা প্রাদেশিক আইনের লঙ্ঘন। 
আরও পড়ুন: মুসলিম নারীদের দৃষ্টিও ভীতিকর! (ভিডিও)

এর আগে গত মাসে তিন সন্তানসহ এক দম্পতিকেও শিকাগো বিমানবন্দরে ইউনাইটেড এয়ারলাইন্সের এক বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। সেসময় নিরাপত্তাজনিত কারণের কথা বলেছিলেন পাইলট। গত বছর মে মাসে তাহেরা আহমেদ নামের একজন নারী একই এয়ারলাইন্সের ফ্লাইটে শিকাগো থেকে ওয়াশিংটন যাচ্ছিলেন। বিমান সহকারী তার জন্য একটি ঢাকনা খোলা ডায়েট কোকের ক্যান নিয়ে আসে। তাহেরা পরিচ্ছন্নতাজনিত কারণে একটি ঢাকনা লাগানো ক্যান চাইলে বিমান সহকারী তা দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এটা কোম্পানির নীতিবিরোধী। এরপর তিনি আরেকজনকে ঢাকনা লাগানো ক্যান দিলে তাহেরা প্রতিবাদ জানান। তখন আরেক যাত্রী তাকে গালি দিয়ে বলেন,'তুমি মুসলিম'। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

/এফইউ/

সম্পর্কিত
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
সর্বশেষ খবর
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
ধানমন্ডিতে  ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল