X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মার্কিন হামলায় সিরীয় সেনা নিহতের ঘটনায় জাতিসংঘের জরুরি বৈঠক

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৯

মার্কিন হামলায় সিরীয় সেনা নিহতের ঘটনায় জাতিসংঘের জরুরি বৈঠক মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সিরীয় সরকারি সেনা নিহতের ঘটনায় জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এ বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ। আশঙ্কা করা হচ্ছে, এ বিমান হামলার ঘটনায় সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তি ভেঙে পড়তে পারে।

মার্কিন সেনা বাহিনী জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনীকে লক্ষ্য হামলা চালানো হয়েছে, রাশিয়ার এ দাবির পর মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানে হামলা বন্ধ করেছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সরকারের মাধ্যমে সিরিয়ার মাধ্যমে নিজেদের দুঃখ প্রকাশের কথা জানিয়েছে। ওবামা প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান হামলায় সিরীয় সেনা নিহতের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।

রাশিয়ার দাবিতে শনিবার রাতেই নিরাপত্তা পরিষদের জরুরি অনুষ্ঠিত হয়। রাশিয়ার দাবি, যুক্তরাষ্ট্র সিরিয়ার অস্ত্রবিরতি চুক্তিকে নস্যাৎ করছে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত সামান্তা পাওয়ার রাশিয়ার এ উদ্যোগকে সমালোচনা করেছেন। বৈঠকের পূর্বে তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়ার উচিত এরকম ফালতু কিছু না করে মূল বিষয়ে মনোযোগ দেওয়া। যে আস্থার ভিত্তিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে নজর দেওয়া।

তিনি আরও বলেন, জাতিসংঘ বিমান হামলার ঘটনাটি তদন্ত করছে। যদি সিরীয় সেনাদের লক্ষ্য করে হামলা হয়ে থাকে তা অনাকাঙ্ক্ষিত ছিল। নিহতের ঘটনায় অবশ্যই যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ করছে।

বিমান হামলায় সিরীয় সেনা নিহতের ঘটনায় সিরিয়ার অস্ত্রবিরতি চুক্তি ভেস্তে যেতে পারে কিনা জানতে চাইলে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ান দূত ভিটালি চারকিন বলেন, এটা অনেক বড় প্রশ্ন। আমি দেখতে খুব আগ্রহী ওয়াশিংটন এ ঘটনায় কী প্রতিক্রিয়া দেখায়। কূটনীতিক সামান্তা পাওয়ার আজ যা করেছেন তা যদি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিক্রিয়ার ইঙ্গিত হয় তাহলে আমরা অনেক বড় সমস্যায় আছি।

উল্লেখ্য, শনিবার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর অন্তত ৬২ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। এ ঘটনায় আইএস জঙ্গিদের আরও সুবিধা করে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া।  এর আগে রাশিয়া অভিযোগ করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি না মেনে চলায় জঙ্গি গোষ্ঠীগুলো আরও সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে এবং তারা পাল্টা হামলা চালাতে উদ্বুব্ধ হচ্ছে।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যৌথবাহিনী ধারণা করেছিল, তারা কথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর হামলা চালাচ্ছে। পরে রাশিয়ার কর্মকর্তারা বিষয়টি তাদের জানালে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা তাৎক্ষণিকভাবে বন্ধ করে।
কিন্তু ততক্ষণে সিরিয়ার সরকারি বাহিনীর অন্তত ৬২ জন সৈন্য নিহত হন। তবে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান মনিটরিং গ্রুপ জানিয়েছে, মার্কিন বিমান হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর ৮০ জন সদস্য নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স, বিবিসি।

/এএ/

 

সম্পর্কিত
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
রাফাহতে হামলার আশঙ্কা, ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না: রাজ্জাক
সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না: রাজ্জাক
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ