X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় অ্যামনেস্টি

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২০, ০১:০৪আপডেট : ১১ মার্চ ২০২০, ০১:০৭

ডিজিটাল নিরাপত্তা আইনে মানবজমিন সম্পাদক মতিউর রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটির দক্ষিণ এশীয় ক্যাম্পেইনার সাদ হাম্মদি এক বিবৃতিতে সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন।

মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় অ্যামনেস্টি

গত ৯ মার্চ মানবজমিন  সম্পাদক মতিউর রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২ মার্চ দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নির্দেশে আল আমিন নামে একজন প্রতিবেদক ‘পাপিয়ার মুখে আমলা, এমপি, ব্যবসায়ীসহ ৩০ জনের নাম’ শীর্ষক সংবাদ পরিবেশন করে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ২৫ থেকে ৩০ জনের নামসহ একাধিক তালিকা প্রকাশ ও ছড়িয়ে দেওয়া হয় যাতে বিভিন্ন সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাসহ মাগুরার সংসদ সদস্য  মো. সাইফুজ্জামান শিখরের নামও রয়েছে। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ এনে মানবজমিন সম্পাদক, সংশ্লিষ্ট প্রতিবেদক এবং ফেসবুকে তালিকাগুলো প্রকাশ ও শেয়ারকারী ৩০ ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয় বলে মঙ্গলবার  জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি।

মামলার ঘটনা প্রকাশ্যে আসার পর এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশীয় ক্যাম্পেইনার বলেন, ‘মানবজমিন সম্পাদক ও অপর ৩১ জনের বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা সরকারকে ধৈর্য্য ধারণ এবং অবিলম্বে মামলাটি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি’।

বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে বলা হয়, প্রভাবশালী ব্যক্তি ও পুলিশসহ অন্য রাষ্ট্রীয় সংস্থাগুলো কীভাবে আইনটি মানুষের বিরুদ্ধে নির্বিচারে ব্যবহার করছে তার উদাহরণ এই মামলা।

আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতি রেখে আইনটি পর্যালোচনার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।  

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ২০‌১৮ সালের অক্টোবরে সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাসের ১১ মাসের মধ্যে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে প্রায় চারশোটি মামলা দায়ের করা হয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পর্যাপ্ত প্রমাণের অভাবে এর মধ্যে দুই শতাধিক মামলা বাতিল হয়ে গেছে।

 

 

/জেজে/এএ/
সম্পর্কিত
বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতায় উদযাপিত হলো ‘জাতীয় সংবিধান দিবস’
২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ ১৬তম
বিএনপির প্রবাসী নেতাদের গ্রেফতারের অপেক্ষায় অ্যাসাইলাম শিকারিরা
সর্বশেষ খবর
মতলব উত্তরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
মতলব উত্তরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
প্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
উপজেলা ভোটপ্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা