X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় শান্তিপূর্ণ প্রতিবাদে পুতিনের পদত্যাগ দাবি

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০১৭, ২২:১৬আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ২২:১৮

রাশিয়ায় শান্তিপূর্ণ প্রতিবাদে পুতিনের পদত্যাগ দাবি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের মধ্য দিয়ে কয়েকশ রাশিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগ দাবি করেছেন। শনিবার সেন্ট্রাল মস্কোতে দাঙ্গা পুলিশের বাধার মুখে হাতে লেখা পদত্যাগের আহ্বানপত্র তুলে পুতিন বরাবর পাঠিয়েছেন। একই ধরনের প্রতিবাদ আরও কয়েকটি শহরে অনুষ্ঠিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবাদ কর্মসূচিটি আয়োজন করে ওপেন রাশিয়া মুভমেন্ট নামের সংগঠন। এটি গড়ে তুলেছিলেন ক্রেমলিনের সমালোচক মিখাইল খোদোরকোভস্কি।  এক সময় রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি খোদোরকোভস্কি জালিয়াতির অভিযোগে এক দশক কারাগারে কাটিয়েছেন। ২০১৩ সালে পুতিন তাকে মুক্তি দেন। খোদোরকোভস্কির দাবি, এসব অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদে অংশ নেওয়া ১৬ বছরের স্কুলগামী মেয়ে আনা আশা করেন পুতিন তাদের বার্তাটি পাবেন এবং আর নির্বাচনে প্রার্থী হবেন না। আনা বলেন, ‘পুতিনের অধীনে আমাদের দেশে ইতিবাচক কিছুই ঘটেনি। আমার মনে হচ্ছে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো ক্ষমতায় যারা তারা সবাই একই রকম।’

গত মাসে সরকারবিরোধী বিক্ষোভ করে ১৫দিন কারাগারে কাটিয়েছেন বিরোধী রাজনীতিক আলেক্সেই নাভালনি। ২০১২ সালের পর সবচেয়ে বড় বিক্ষোভের আয়োজন করেছিলেন নাভালনি। বিক্ষোভে অংশ নেওয়া ১ হাজার মানুষকে গ্রেফতার করা হয়।

শনিবারের বিক্ষোভ নিয়ে রুশ কর্তৃপক্ষ কোনও ঝুঁকি নিতে চায়নি। দিনের আলোতেই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং অনেক শৃঙ্খলাপূর্ণ ছিল। রয়টার্সের এক প্রতিনিধি জানিয়েছেন, পুলিশের অন্তত ৩০টি বাস এবং কয়েকশ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেন্ট পিটার্সবুর্গে ১০০ জনকে গ্রেফতারের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে সরকারিভাবে এ বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

১৭ বছর ধরে রুশ রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন পুতিন। ২০১৮ সালের মার্চ মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা জানাননি তিনি। তবে ৬৪ বছরের পুতিনের জনপ্রিয়তা অনেক বেড়েছে। ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচনেও প্রার্থী হবেন তিনি। সূত্র: রয়টার্স।

/এএ/

 

সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের