X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রুশ কূটনীতিক বহিষ্কার: পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৮, ২১:০৮আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৪:১০

যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে রুশ কূটনীতিকদের বহিষ্কার করার প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রাশিয়া একটি একটি করে সব দেশের বিরুদ্ধেই একইরকম ব্যবস্থা নেবে। রুশ বার্তা সংস্থা আরআইএ’র বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজও রাশিয়ার একজন সিনেটরের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে। 

রুশ কূটনীতিক বহিষ্কার: পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা রাশিয়ার

সাবেক চরকে যুক্তরাজ্যে মেরে ফেলতে নার্ভ গ্যাস ব্যবহার করেছে রাশিয়া, এমন অভিযোগে যুক্তরাষ্ট্র সোমবার দেশটিতে কর্মরত ৬০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। একই দিনে ইউরোপের কয়েকটি দেশও রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়েছে। এর আগে যুক্তরাজ্য রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছিল।

রুশ কূটনীতিকদের বহিষ্কারের প্রতিক্রিয়ায়  রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘একই মাত্রার জবাব দেওয়া হবে। সামনের দিনগুলোতে আমরা এ নিয়ে কাজ করব। জড়িত সবগুলো দেশের বিষয়েই সিদ্ধান্ত নেব।’

হারেৎজ একজন রুশ সিনেটরের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, ‘ রাশিয়ায় কর্মরত যুক্তরাষ্ট্রের ৬০ জন কূটনীতিকে বহিষ্কার করা হবে। ’

সাবেক চরকে নার্ভ গ্যাস প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। কিন্তু রাশিয়াকে দায়ী করে অনড় যুক্তরাজ্য ২৩ জন রুশ কূটনৈতিককে বহিষ্কার করেছে। যুক্তরাজ্যের সঙ্গে সংহতি জানিয়ে জার্মানি, ইতালি, ফ্রান্স, চেক রিপাবলিক, লিথুনিয়া এবং ইউক্রেইনও নিজ নিজ দেশ থেকে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেছে।

সোমবার দেশটিতে নিযুক্ত রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের পাশাপাশি সিয়াটলে অবস্থিত রুশ কনস্যুলেট বন্ধেরও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বহিষ্কৃত ৬০ জন কূটনীতিকের মধ্যে ৪৮ জন রাশিয়ার দূতাবাস এবং বাকি ১২ জন নিউ ইয়র্কে জাতিসংঘের হয়ে কাজ করছিলেন। তাদের সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয়েছে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৪ মার্চ রাশিয়া সামরিকবাহিনীর ব্যবহৃত বিষাক্ত গ্যাস ব্যবহার করে এক ব্রিটিশ নাগরিক ও তার মেয়েকে হত্যার চেষ্টা করেছে। আমাদের মিত্র দেশ যুক্তরাজ্যে চালানো এই হামলা অংসখ্য নিরাপরাধ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। ওই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন গুরুতরভাবে অসুস্থ হয়েছেন। বিবৃতিতে এই হামলাকে রাসায়নিক অস্ত্র কনভেনশন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

/এএমএ/এএ/
সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলে খেলা জুয়েল কেন ‘উধাও’
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলে খেলা জুয়েল কেন ‘উধাও’
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো