X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইন্টারনেটে স্বাধীনতা খর্বের প্রতিবাদে রাশিয়ায় পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৯, ১৭:০০আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৯:২১

ইন্টারনেটে স্বাধীনতা খর্বের প্রতিবাদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। গত মাসে দেশটির পার্লামেন্টে অনুমোদন পাওয়া বিলটির প্রতিবাদে রাজধানী মস্কোসহ তিনটি শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, এর মাধ্যমে অনলাইনে বিধিনিষেধে কড়াকড়ি আরোপ করা হচ্ছে যাতে ভিন্নমত দমন করা যায়। সরকারের দাবি, এই আইনের মাধ্যমে বিশ্ব থেকে রাশিয়ার ইন্টারনেট আলাদা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইন্টারনেটে স্বাধীনতা খর্বের প্রতিবাদে রাশিয়ায় পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ

গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি কঠোর ইন্টারনেট আইন প্রণয়ণ করেছে রাশিয়া। বৃহস্পতিবার পার্লামেন্টে দুটি আইন পাস হয়েছে যেগুলোতে কর্তৃপক্ষবিরোধী কোনও বক্তব্য ও সরকারের দৃষ্টিতে ফেক নিউজ প্রচার করাকে বেআইনি ঘোষণা করা হয়েছে। গত বছর বার্তা পাঠানোর অ্যাপস টেলিগ্রাম বন্ধের প্রতিবাদে কয়েক হাজার মানুষ প্রতিবাদে রাজপথে নেমেছিলেন।

পার্লামেন্টে পাস হওয়া আইনের অধীনে ডিএনএস নামে পরিচিত ইন্টারনেট অ্যাড্রেস সিস্টেমের নিজস্ব সংস্করণ তৈরি করছে রাশিয়া। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অবস্থিত সার্ভারের  লিঙ্কগুলো বিচ্ছিন্ন করে ফেলা হলেও তাদের তৈরি ব্যবস্থাটি সচল থাকতে পারবে। এ লক্ষ্যে আগামী এপ্রিলে মহড়া চালাবে রাশিয়া। দেশটির আইএসপিগুলোকে সরকার নিয়ন্ত্রিত রাউটিং পয়েন্টে সবগুলো ডাটাকে পাঠানোর সক্ষমতা দেখাবে। এর মধ্যদিয়ে ট্রাফিক যাচাই-বাছাই করা হবে। রাশিয়ার অভ্যন্তরীণ ট্রাফিক অনুমোদন পাবে কিন্তু বিদেশি কম্পিউটারে পাঠানো ট্রাফিক আটকে দেওয়া হবে। রুশ সরকার চায়, দেশটির সব ট্রাফিক যেনও এই রাউটিং পয়েন্টগুলো দিয়ে হয়। যার ফলে দেশটি চীনের মতো সেন্সরশিপ ব্যবস্থা চালু করতে পারে। এই মাসের শেষের দিকে বিলটির ওপর আরেকটি ভোটাভুটি অনুষ্ঠিত হবে। পাস হলে আইনটি কার্যকর করার জন্য প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষর লাগবে।

ইন্টারনেটে স্বাধীনতা খর্বের প্রতিবাদে রাশিয়ায় পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ

রবিবারের বিক্ষোভে ১৫ হাজারের বেশি মানুষ যোগ দিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তবে পুলিশ এর অর্ধেক মানুষ বিক্ষোভে যোগ দিয়েছেন। কয়েকজন বিক্ষোভকারী স্লোগান দেন, ‘ইন্টারনেট থেকে হাত সরাও’, ‘বিচ্ছিন্নতাকে না বলো’। অনেকেই বড় মঞ্চে আয়োজিত সমাবেশে ভাষণ দিয়েছেন।

এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা যদি কিছুই না করি তাহলে তা আরও খারাপের দিকে মোড় নেবে। কর্তৃপক্ষ নিজেদের দেখানো পথে হাঁটবে এবং তারা না ফেরার মতো অবস্থায় চলে যাবে।

সের্গেই বইকো নামের আরেক বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সরকার স্বাধীনতা খর্ব করছে। একটি টুইটের জন্য কোনও ব্যক্তিকে এক মাস জেল খাটতে হবে।

পুতিনবিরোধীরা বলছেন, মস্কোতে বিক্ষোভ চলাকালে বেশ কয়েকজন প্রতিবাদকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেনি।

 

/এএ/
সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের