X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কারাগারে আমরণ অনশনে যাচ্ছেন নাভালনি

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২১, ২৩:৩৭আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৩:১৮
image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক কারাবন্দি অ্যালেক্সাই নাভালনি আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। তার অভিযোগ পিঠ ও দুই পায়ে মারাত্মক ব্যাথা হলেও তাকে পর্যাপ্ত চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছেন কারা কর্মকর্তারা। আর এর প্রতিবাদে বুধবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে অনশনের ঘোষণা দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্যারোল ভঙ্গের অভিযোগে গত জানুয়ারিতে কারাবন্দি হন আলেক্সাই নাভালনি। রাজনৈতিক কারণে তাকে বন্দি করা হয়েছে বলে নাভালনি দাবি করে আসলেও তা অস্বীকার করে আসছে রুশ কর্তৃপক্ষ।

ইন্সটাগ্রাম পোস্টে নাভালনি অভিযোগ করেছেন কারা কর্তৃপক্ষ তাকে সঠিক ওষুধ দিচ্ছে না আর চিকিৎসকের সঙ্গেও দেখা করার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি লেখেন, ‘আমি কী করতে পারি? এক জন আমন্ত্রিত চিকিৎসক পাওয়ার দাবিতে আমরণ অনশন ঘোষণা করছি। সেই কারণে আমি এখানে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছি, কিন্তু এখনও দুই পা আছে।’

বর্তমানে মস্কো থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরের আইকে-২ কারেকটিভ পেনাল কলোনি নামের একটি কারাগারে রয়েছেন নাভালনি। আমরণ অনশনের ঘোষণা বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি কারা কর্তৃপক্ষ। গত সপ্তাহে নাভালনিকে পরিদর্শন করার পর কারা কর্তৃপক্ষের এক ঘোষণায় বলা হয় তার পরিস্থিতি স্থিতিশীল এবং সন্তোষজনক। নাভালনির স্বাস্থ্যগত অবস্থা নিয়ে কোনও মন্তব্য করেনি ক্রেমলিন।

গত রবিবার চিকিৎসা পেশাজীবীদের এক খোলা চিঠিতে নাভালনিকে যথাযথ চিকিৎসা দেওয়ার আহ্বান জানানো হয়। ওই চিঠিতে বলা হয়, ‘আমরা সবচেয়ে খারাপ কিছুর আশঙ্কা করছি। রোগীকে এই অবস্থায় ফেলে রাখলে...মারাত্মক পরিণতি হতে পারে। নিরাময় অযোগ্যভাবে তার শরীরের নিচের অংশ আংশিক কিংবা সম্পূর্ণভাবে বিকল হয়ে যেতে পারে।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা