X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে মার্কিন অভিযান ‘ব্যর্থ’, দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০২১, ২২:২৭আপডেট : ১৬ জুলাই ২০২১, ২২:২৭

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযান ‘ব্যর্থ’ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার মস্কোর পক্ষ থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটির স্থিতিশীলতার অবনতির জন্য বিদেশি সেনা প্রত্যাহারকে দায়ী করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

আফগানিস্তান থেকে মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার শেষ ধাপে থাকার সুযোগ কাজে লাগাচ্ছে তালেবান। দেশটির বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে তারা। সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে আফগানিস্তানের ৮৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণের দাবি করা হয়েছে। তবে আফগান সরকার এই দাবিকে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে।

শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, হোয়াইট হাউস বিদেশি সেনাদের সবচেয়ে ইতিবাচক রঙে রাঙিয়েছে। কিন্তু সবাই জানে যে এই অভিযান ব্যর্থ হয়েছে।

উজবেকিস্তানের রাজধানী এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এই মন্তব্য করেন। এসময় পাশে ছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী এর আগে অভিযোগ করেছেন, মার্কিন ও ন্যাটো সেনাদের তাড়াহুড়ো করে চলে যাওয়া আফগানিস্তানের নিরাপত্তার ক্ষতি করেছে। তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেছিলেন, দেশটির অস্থিতিশীলতা প্রতিবেশী দেশগুলো ছড়াতে পারে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে গত কয়েকদিনে আমরা আফগানিস্তানের পরিস্থিতির অবনতি হতে দেখছি। মার্কিন ও ন্যাটো সেনাদের তাড়াহুড়ো করে চলে যাওয়াতে দেশটির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত সপ্তাহে তালেবান প্রতিনিধিরা মস্কো সফর করেন। সেখানে তারা আফগানিস্তানের ৮৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে দাবি করে। 

খবরে বলা হয়েছে, মস্কো ঘনিষ্ঠভাবে তালেবানের অগ্রগতি পর্যালোচনা করছে এবং সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশ তাজিকিস্তানে অস্থিতিশীলতার আশঙ্কায় উদ্বিগ্ন।

ল্যাভরভ বলেছেন, এই সংকট সন্ত্রাসবাদ এবং মাদকপাচার সম্পর্কিত সমস্যাকে আরও গুরুতর করে তুলেছে। তার ভাষায়, পরিস্থিতি ‘একটি অভূতপূর্ব স্তরে’ পৌঁছে গেছে।

/এএ/
সম্পর্কিত
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
সর্বশেষ খবর
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে