X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রুশ কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত বেড়ে ৫২

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ১১:০৬আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১:০৬

গত কয়েক দশকের মধ্যে রাশিয়ার একটি কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার একটি কয়লা তোলার যন্ত্রে আগুন ধরে গেলে ঘটনার সূত্রপাত হয়। এতে খনিটি ধোঁয়ায় পূর্ণ হয়ে গেলে প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যু হয়।

পরে রাত নেমে আসলে নিখোঁজ খনি কর্মীদের কাছে পৌঁছানোর এক উদ্ধার অভিযান ব্যর্থ হলে বিপর্যয় নেমে আসে। কয়েক জন উদ্ধারকর্মীর শ্বাসরোধ হয়ে পড়লে ওই অভিযান ব্যর্থ হয়। একটি জরুরি উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ‘আর কেউ বেঁচে নেই।’

মস্কো থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার পূর্বে কেমেরেভো অঞ্চলের লিস্টভাইঝানায়া খনিতে এই দুর্ঘটনা ঘটে। ওই সময় সেখানে ২৮৫ জন কর্মরত ছিলেন। এরমধ্যে বেশিরভাগই দুর্ঘটনার পরপরই বেরিয়ে যেতে সক্ষম হন। স্থানীয় সময় বৃহস্পতিবার সাড়ে আটটার দিকে দুর্ঘটনার সূত্রপাত হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, আহত ৪৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের কয়েক জন ধোঁয়ার বিষক্রিয়ায় আক্রান্ত এবং চার জনের অবস্থা গুরুতর।

প্রাথমির দুর্ঘটনার পর বহু খনি কর্মী পালাতে ব্যর্থ হয়। কিন্তু খনিতে বিপজ্জনক মাত্রার মিথেন গ্যাস শনাক্তের পর উদ্ধার অভিযান বাদ দেওয়া হয়। কারণ এতে নতুন করে বিস্ফোরণের শঙ্কা দেখা দেয়।

উদ্ধারকারীদের একটি দল খনি থেকে বের হতে ব্যর্থ হয়। পরে তিন উদ্ধারকারীর মরদেহ পাওয়া যায়। ওই সময় সরকারি হিসেবে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়। পরে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি রুশ বার্তা সংস্থা জানায় আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই আর মৃতের সংখ্যা ৫০ জন ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ছয় উদ্ধারকারী রয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগে খনি পরিচালকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

ওই খনিতে দুর্ঘটনা এবারই প্রথম নয়। ২০০৪ সালে মিথেন গ্যাস বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়।

/জেজে/
সম্পর্কিত
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
ডনেস্কের একটি গ্রাম দখল করলো রাশিয়া
সর্বশেষ খবর
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড