X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট বিলে সংশোধনীর পক্ষে হাউস অব লর্ডস

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৭, ০২:১২আপডেট : ০২ মার্চ ২০১৭, ০৪:৪৮

ব্রেক্সিট বিলে সংশোধনীর পক্ষে হাউস অব লর্ডস ব্রিটেনের সংসদের উচ্চ কক্ষ হাউস অব লর্ডসের সদস্যরা ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সরকারের প্রস্তাবিত ব্রেক্সিট বিল সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন। হাউস অব লর্ডসে ব্রেক্সিট বিলের ওপর সোমবার বিতর্ক শুরুর পর বুধবার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন। সংশোধনের পক্ষে ভোট পড়েছে ৩৫৮টি আর সংশোধনের বিপক্ষে ভোট পড়েছে ২৫৬টি।

ইউরোপীয় ইউনিয়ন (নোটিফিকেশন অব উইথড্রয়াল বিল) বিলটি ব্রেক্সিট বিল হিসেবে পরিচিত। হাউস অব লর্ডসের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিলটি সংশোধনের পক্ষে অবস্থান নেওয়ায় তা পাস হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

হাউস অব লর্ডসের সদস্যদের প্রথম সংশোধনীতে বর্তমানে ব্রিটেনে বসবাসরত ৩০ লাখ ইউরোপীয় নাগরিকের স্বার্থ নিশ্চিত করার নিশ্চয়তা চাওয়া হয়েছে। দ্বিতীয় সংশোধনীর জন্য আগামী সপ্তাহে আরেক দফা ভোট গ্রহণ করা হবে।

গত বছর জুনে গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের সিদ্ধান্ত নেয়  ব্রিটেনবাসী। ব্রেক্সিট সিদ্ধান্ত কার্যকর করতে আগামী মাসে ইইউর লিসবন চুক্তির ৫০ ধারা প্রয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট আলোচনা শুরু করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে। আলোচনা শুরুর পর চূড়ান্ত রূপে ব্রেক্সিট কার্যকর হতে অন্তত দুই বছর সময় লাগবে। তবে দেশটির সর্বোচ্চ আদালতের জারি করা রুল অনুযায়ী ইইউ ত্যাগের এখতিয়ার রয়েছে পার্লামেন্ট সদস্যদের হাতে। এ কারণে পার্লামেন্টের অনুমোদন ব্যতীত ব্রেক্সিট আলোচনা শুরু করতে পারবেন না মে।

সুপ্রিম কোর্টের রুলের জবাবে পার্লামেন্টে একটি খসড়া আইন উত্থাপন করে ব্রিটিশ সরকার। সেখানে জোটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট আলোচনা শুরুর সার্বিক ক্ষমতা প্রধানমন্ত্রীর ওপর অর্পণ করা হয়। খসড়া ব্রেক্সিট বিলটি জানুয়ারিতে সংসদের নিম্নকক্ষ— হাউজ অব কমন্সের অনুমোদন লাভ করে। বর্তমানে আইনটি হাউজ অব লর্ডসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নিম্নকক্ষে থেরেসা মে’র ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় খসড়া বিলটি পাস করতে বেগ পেতে হয়নি সরকারকে। কোনও সংশোধনী ছাড়াই বিলটি নিম্নকক্ষে পাস হয়। তবে হাউস অব লর্ডসে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা নেই। উচ্চ কক্ষের অনির্বাচিত ৮০০ সদস্যের মধ্যে মাত্র ২৫২ জন কনজারভেটিভ পার্টির।  

হাউজ অব লর্ডসে প্রথম সংশোধনীটি গৃহীত হওয়ার ফলে সেগুলোর আইনে পরিণত হতে নিম্নকক্ষের অনুমোদনের প্রয়োজন পড়বে। এছাড়া আরেকটি সংশোধনীর ওপর দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে হাউস অব লর্ডসে। অবশ্য সরকার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এ সংশোধনী এড়িয়েও বিলটিকে আইনে পরিণত করতে পারবে। এ প্রক্রিয়াটি কিছুটা  সময়সাপেক্ষ। এ কারণে আগামী মাসের শেষের দিকে ব্রেক্সিট আলোচনা শুরুর যে পরিকল্পনা ব্রিটিশ প্রধানমন্ত্রী নিয়েছেন তা বাস্তবায়ন কষ্টসাধ্য করে তুলবে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!