X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যে কোনও অর্থেই আসাদ বিষাক্ত: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ২০:২৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২০:২৯

বরিস জনসন ও বাশার আল আসাদ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সন্ত্রাসীদের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার অনুধাবন করার সময় হয়েছে আসাদ আক্ষরিক ও রূপক অর্থে বিষাক্ত। রবিবার এ মন্তব্য করেন বরিস জনসন।

ব্রিটিশ দৈনিক পত্রিকা সানডে টেলিগ্রাফ-এ প্রকাশিত একটি প্রবন্ধে বরিস জনসন বলেছেন, আসাদের মিত্র মস্কোর এখনও সময় আছে সঠিক পক্ষ অবলম্বনের।

জনসন লিখেছেন, আসাদ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন কারণ তারা (সিরীয় সরকার) শুধু যে ভয়ঙ্কর ও বাছবিচারহীন তা নয়। তারা আতঙ্কজনকও। এই ক্ষেত্রে তিনি নিজেই সন্ত্রাসীদের কারিগর। তিনি প্রতিশোধ পরায়ণ। ফলে সিরিয়ার জনগণকে তার শাসন করার আশা করা উচিত নয়।

জনসন আরও লিখেছেন, তিনি (আসাদ) আক্ষরিক ও রূপক অর্থে বিষাক্ত। এই বিষয়টি এখন রাশিয়ার অনুধাবন করা উচিত। সঠিক পক্ষাবলম্বনের সময় এখনও রাশিয়ার রয়েছে।

জি-৭ সম্মেলনে শিল্পোন্নত দেশগুলোকে রাশিয়া ও সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে করাতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন জনসন।  এছাড়া সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ দেশটির বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রাশিয়া সফর বাতিল করেন জনসন।

উল্লেখ্য, মার্কিন ও কয়েকটি পশ্চিমা দেশের দাবি, ৪ এপ্রিল সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র হামলা চালায়। এতে অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। ২০১৩ সালের আগস্টে সারিন গ্যাস হামলার অভিযোগ ওঠার পর এটিই সবচেয়ে ভয়াবহ রাসায়নিক হামলা। আসাদবিরোধী বিদ্রোহীরা এই হামলায় সরকারি বাহিনী ও রাশিয়াকে দায়ী করেছে। তবে নিজেদের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছে সিরিয়া ও রাশিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি নিজের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাসায়নিক হামলায় আসাদ সরকারের জড়িত থাকার বিষয়ে মার্কিন প্রশাসনের দেওয়া দলিলকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে মস্কো।

পরে এই রাসায়নিক হামলার অভিযোগে শুক্রবার একটি সিরিয়ার শায়রাত বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন ভোরে দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার পর যুক্তরাজ্য সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রকে। সূত্র: মিডলইস্ট আই।

/এএ/

সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি