X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গ্রেনফেল টাওয়ারের নিখোঁজ ব্যক্তিরা কেউ বেঁচে নেই: পুলিশের আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৭, ২৩:৩৮আপডেট : ১৮ জুন ২০১৭, ১১:৩৭
image

গ্রেনফেল টাওয়ারের নিখোঁজ ব্যক্তিরা কেউ বেঁচে নেই: পুলিশের আশঙ্কা লন্ডনের গ্রেনফেল টাওয়ারে নিখোঁজ রয়েছেন ৫৮ জন। পুলিশ আশঙ্কা করছে আগুনে তাদের মৃত্যু হয়েছে। শনিবার লন্ডন পুলিশ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক খবরে বিষয়টি জানা গেছে।

লন্ডন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডি নিখোঁজের সংখ্যা জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, নিখোঁজ ৫৮ জনের মধ্যে এ পর্যন্ত ৩০জন নিহত বলে নিশ্চিত হওয়া গেছে। যা এরই মধ্যে জানানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। বিবিসির ধারণা নিহতের সংখ্যা অন্তত ৭০ জন হবে।

স্টুয়ার্ট জানান, আগুনে পুড়ে যাওয়া ব্লকে উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়েছে। এটা শেষ হতে সপ্তাহখানেক লাগবে।

আগুনের সময় যারা ভবন থেকে বের হতে পেরেছেন তাদেরকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন স্টুয়ার্ট। তিনি জানান, ভবনের বাসিন্দা হিসেবে তারা যে নিরাপদ আছেন, এটা জানার জন্যই বিষয়টি জরুরি।

স্টুয়ার্ট আরও জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটির ফুটেজ ও ছবি রবিবার প্রকাশ করা হবে। তাহলে মানুষ বুঝতে পারবেন কেন উদ্ধার অভিযানে এতো সময় লাগছে।

নিখোঁজদের বিষয়ে স্টুয়ার্ট বলেন, আমরা চেষ্টা করছি যত দ্রুত পারা যায় স্বজন হারাদের প্রিয় মানুষদের অবস্থান আমরা নিশ্চিত করব।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে স্বীকার করেছেন, অগ্নিকাণ্ডের পর প্রথমদিকে দুর্গতদের জন্য সরকারি সহযোগিতা যথেষ্ট ছিল না। আগুনে ক্ষতিগ্রস্ত কয়েকজন মানুষের সঙ্গে সাক্ষাৎ ও ডাউনিং স্ট্রিটের সেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলার পর এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন তিনি। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা