X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে বলপূর্বক দেওয়া বিয়ে প্রতিরোধে অভিনব প্রচারণা

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৬ জুলাই ২০১৮, ২২:৪৬আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২৩:০৩

বলপূর্বক দেওয়া বিয়ে প্রতিরোধে বাংলাদেশি বংশোদ্ভূত একজন নারী অভিনব প্রচারণা চালাচ্ছেন যুক্তরাজ্যে। স্কুল ছাত্রী থাকা অবস্থায় মাত্র ১৫ বছর বয়সে তার বাবা-মা তাকে যুক্তরাজ্যে নিয়ে গিয়েছিলেন। বলপূর্বক দেওয়া বিয়ে প্রতিরোধে তিনি অন্তর্বাসে চামচ লুকিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন। তিনি নিজেও একসময় বলপূর্বক দেওয়া বিয়ের হাত থেকে বাঁচতে বাংলাদেশ থেকে পালিয়েছিলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, ‘মেয়েরা যদি অন্তর্বাসে একটি চামচ লুকিয়ে নিয়ে যায় তাহলে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে তারা কথা বলার বেশি সুযোগ পাবে। এটা একটা চমৎকার কৌশল হতে পারে। বাধ্য করা অন্যায়, কথা শেষ। আমাদের নিশ্চিত করতে হবে শিশুরা যেন সেটা বোঝে; কেউ যেন তাদেরকে ধর্মের দোহাই দিতে না পারে।’ যুক্তরাজ্যে বলপূর্বক দেওয়া বিয়ে প্রতিরোধে অভিনব প্রচারণা

যুক্তরাজ্যভিত্তিক সেবামূলক সংস্থা কারমা নিরভানা উত্তর ইংল্যান্ডের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের চামচ দেওয়ার কর্মসূচি শুরু করেছে, যাতে আগামী গ্রীষ্মের সময়টাতে তারা তাদের অন্তর্বাসের ভেতর চামচ লুকিয়ে রাখে। গ্রীষ্মের সময়েই বেশিরভাগ পরিবার ছুটি কাটাতে যাওয়ার নামে শিশুদের বলপূর্বক বিয়ে দিতে যুক্তরাজ্যের বাইরে নিয়ে যায়।

বলপূর্বক দেওয়া বিয়ের একজন ভুক্তভোগী জাসভিন্দার সাঙ্ঘেরা। ২৫ বছর আগে মতের বিরুদ্ধে দেওয়া বিয়ে প্রতিরোধে তিনি সংস্থাটি স্থাপন করেছিলেন। তার ভাষ্য, ‘গ্রীষ্মের ছুটির সময়টা অভিভাবকদের জন্য একটা বড় সুযোগ। এ সময় তারা তাদের শিশুদের বিদেশে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিতে পারে। কারণ স্কুলগুলো গ্রীষ্মের ছুটিতে তাদের শিক্ষার্থীরা কোথায় আছে সে খোঁজ রাখে না।’

যুক্তরাজ্য সরকারের বলপূর্বক দেওয়া বিয়ে প্রতিরোধে কাজ করা সংস্থা এফএমইউ জানিয়েছে, গত বছর যুক্তরাজ্যের নাগরিকদের বলপূর্বক বিয়ের দেওয়ার ঘটনায় জড়িত দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান (৪৩৯ জন), বাংলাদেশ (১২৯ জন), সোমালিয়া (৯১ জন) এবং ভারত (৮২ জন)।

এফএমইউয়ের যুগ্ম-প্রধান ডেভিড মেয়ার বলেছেন, ‘বিমানবন্দরে যাওয়ার আগেই প্রতিরোধ করতে পারাটা আমাদের কাছে অধিক গ্রহণযোগ্য। শিশুদের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্টদের বুঝিয়ে তা করা যেতে পারে। আমরা জানাতে চাই, তাদেরকে সাহায্য করার ব্যবস্থা আছে।’

২০১৪ সালে বলপূর্বক দেওয়া বিয়েকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে যুক্তরাজ্যে আইন পাস হয়েছে। অভিভাবক বা পরিবারের অন্য কোনও সদস্য যদি কোনও শিশুকে বিয়ে দিতে বলপ্রয়োগ করে তাহলে তার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।

/এএমএ/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ