X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আমাদের বিয়ে করতে দিন, প্রধানমন্ত্রী বরিসকে হবু দম্পতিরা

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২১, ১৭:২৪আপডেট : ০৯ জুন ২০২১, ১৭:২৪

মহামারি করোনাতে ছন্দপতন ঘটেছে স্বাভাবিক জীবনে। এর মধ্যে অনেকের বিয়ে আটকে আছে। এই যেমন, ব্রিটেনের ৫০ হাজার বিয়ে ঝুঁকিতে পড়েছে। বেপরোয়া হবু দম্পতিরা বলছেন, ‘আমাদের বিয়ে আয়োজন করতে দিন’। আর বিয়ে খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ব্রিটিশ অর্থনীতি আনলক করতে দেরি হলে প্রতি সপ্তাহে সাড়ে বার হাজার বিয়ে হুমকির মুখে পড়বে।

বিয়ের আয়োজন খাতের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা জানান, ব্রিটেনে করোনার ধাক্কায় ৫০ হাজার বিয়ে আটকে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এই খাত সংশ্লিষ্টরা বলছেন, ২১ জুন প্রস্তাবিত আনলক রোডম্যাপ বাস্তবায়িত না হলে প্রতি সপ্তাহে বিয়ে খাতে লোকসান হবে ৩২৫ মিলিয়ন পাউন্ড।

২১ জুন পূর্ণাঙ্গ অর্থনীতি চালুর কথা মাথায় রেখে প্রায় ৫০ হাজার বিয়ের পরিকল্পনা করা হয়েছে। অবশ্য আয়োজন থাকছে সীমিত পরিসরে। গানের বা নাচের আয়োজন না রাখতে বিধি নিষেধ বহাল রয়েছে। সব মিলিয়ে বর-কনের ২৮ জনের বেশি অতিথি অংশ নিতে পারবেন না বিয়েতে। আর এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকেই।

গত বছর ১৩৮ জন অতিথি নিয়ে ম্যাক্স হান্টারকে বিয়ে করার কথা ছিল ক্লারিক বুরটনের। কিন্তু মহামারির কারণে বেশ কয়েকবার পেছাতে হয়েছে অনুষ্ঠান। অবশেষে আগামী ৩ জুলাই বিয়ের দিন ধার্য্য করা হয়েছে। তিনি বলেন, ‘কোভিড বা অন্য কোনও অজুহাতে বিয়ে যদি আবারও স্থগিত করা হত আমি কোনও কিছুই মানার পক্ষে ছিলাম না। হাজার হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিয়ে হলেও বিয়ে করতে রাজি ছিলাম আমি। বিয়ে স্থগিতে সরকারের বিধি নিষেধে সত্যি আমি মানসিকভাবে ভেঙে পড়ি’।

তার মতোই ২৮ বছর বয়সী ক্যাট রিডলি ইতোমধ্যে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বেশ কয়েকবার বিয়ে স্থগিত করতে বাধ্য হন। তিনি বলেন, ‘আমি কোনোভাবেই আর একবারও আমার বিয়ে পেছাতে প্রস্তুত নই’।

২৬ বছর বয়সী বেন রাইট ওয়েস্ট সাসেক্সের হোরশ্যাম-এর বাসিন্দা। আগামী ৩ জুলাই ১০০ জন অতিথি নিয়ে বেথ বুলেন বিয়ের দিন ঠিক করেছেন।

সম্প্রতি মহামারিতেই চুপিসারে বিয়ে করা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন, আপনিতো নিজে বিয়ে করে ফেলেছেন, এবার আমাদের সুযোগ দিন।

/এলকে/
সম্পর্কিত
ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করবে না ব্রিটেন: ক্যামেরন
যুক্তরাজ্যে সন্তানের সামনে স্ত্রীকে খুন করা সেই বাংলাদেশি গ্রেফতার
গাজায় ত্রাণকর্মী নিহত, ইসরায়েলি রাষ্ট্রদূতকে যুক্তরাজ্যের তলব
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার