X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অক্সফোর্ড টিকায় রক্তে জমাট বাঁধার কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০২১, ২০:৪৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২০:৪৭

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকায় রক্তে জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণ উদঘাটন করেছেন বলে দাবি বিজ্ঞানীদের। যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয় এবং একদল মার্কিন গবেষকদের বরাত জানিয়েছে বিবিসি।

কার্ডিফ এবং আমেরিকার গবেষকরা ধারণা করছেন, একটি চেন রিঅ্যাকশন ঘটে, যার সঙ্গে জড়িত রোগ প্রতিরোধ ব্যবস্থা। ফলে রক্তে জমাট বাঁধাতে পারে। 

অ্যাস্ট্রাজেনেকার এক মুখপাত্র বলেছেন, ‘ভ্যাকসিনের থেকে করোনার সংক্রমণের কারণে রক্ত জমাট বাঁধতে পারে। রক্ত জমাটের মতো বিরল পার্শ্বপ্রতিক্রিয়া যেন এড়ানো যায় এর চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। 

রক্ত জমাট বাঁধে তার প্রাথমিক দুই টি ক্লু দিয়েছেন গবেষকরা। প্রথমত, রক্ত জমাট বাঁধার ঝুঁকি শুধু কিছু ভ্যাকসিনের প্রযুক্তিগত কারণে বেশি দেখা গেছে। দ্বিতীয়ত, রোগীদের কারও কারও দেহে অস্বাভাবিক কিছু অ্যান্টিবডি দেখা গিয়েছে, যা তাদের রক্তের প্রোটিনকে আক্রমণ করে। একে বলা হয় প্লেটলেট ফ্যাক্টর ফোর (পিএফ4)।

কার্ডিফের গবেষকরা জানান, যেসব ভাইরাসের কারণে মানুষের ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়, তার মধ্যে সবচেয়ে দুর্বল ভাইরাসের সঙ্গে করোনার জিনগত উপাদান মিশিয়ে এ টিকা তৈরি করা হয়েছে। সাধারণত মাংসপেশিতে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। কিন্তু অনেক সময় এ টিকা রক্তপ্রবাহের সঙ্গে সরাসরি মিশে যায়। 

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের অধ্যাপক অ্যালান পার্কার বলেন, এই ফলাফলে আমরা নতুন নতুন পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে ভালোভাবে অনুধাবন করতে পারবো।এছাড়া আরও উন্নতমানের ভ্যাকসিনও তৈরি করাও সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, টিকার বিষয়ে আরও ভালোভাবে বোঝার ফলে মহামারীর মোড় ঘুরিয়ে দিতে পারে।

উল্লেখ্য, চলতি বছর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে বেশি কিছু অভিযোগ পাওয়া যায়। এরমধ্যে রক্ত জমাট বাঁধার ঘটনা উল্লেখযোগ্য। এই ঘটনায় তখনই অনেক জায়গায় এই কোম্পানির টিকা প্রয়োগ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এর কারণ অনুসন্ধানে নামেন বিজ্ঞানীরা।  

/এলকে/
সম্পর্কিত
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?
অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা, খতিয়ে দেখার নির্দেশ
অস্ট্রিয়ায় বঙ্গবন্ধু স্মারক ডাকটিকিট অবমুক্ত
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি