X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের বার্তায় আতঙ্কে বিদ্যুৎ সংস্থার কর্মীরা

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৬, ২১:৩১আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ২১:৩১

ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে বিদ্যুৎ বিভাগের অন্তবর্তী দল সম্প্রতি দেশটির বিদ্যুৎ বিভাগে একটি নোট পাঠিয়েছে। গত সপ্তাহে পাঠানো এ নোটে বিদ্যুৎ বিভাগে কর্মরত যারা জলবায়ু পরিবর্তনজনিত বিষয়ে কাজ করেছেন তাদের নাম জানতে চাওয়া হয়েছে। এ নোটের পর আতঙ্কে আছেন বিভাগটির কর্মকর্তা ও উপদেষ্টারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার এই নোটটি পাঠানো হয়। রয়টার্স তা শুক্রবার হাতে পায়। এতে ৭৪টি প্রশ্ন রাখা হয়েছে। সঙ্গে গত পাঁচ বছরে জাতিসংঘের বার্ষিক আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে সংস্থার যারা উপস্থিত হয়েছেন তাদের তালিকাও চাওয়া হয়েছে। এছাড়া তালিকা চাওয়া হয়েছে নতুন বিদ্যুৎ ও পরিবেশ আইনে কার্বনের সামাজিক ক্ষতি কমানোর বিষয়ে বিভিন্ন সভা-সেমিনারে যারা উপস্থিত হয়েছেন তাদের। গত তিন বছরে যুক্তরাষ্ট্রের ১৭টি জাতীয় বিজ্ঞানাগারে এ সংস্থার কর্মীরা যেসব লেখা লিখেছেন সেগুলোও চাওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, মনে হচ্ছে রাজনৈতিক শত্রুদের তালিকা তৈরির প্রথম পদক্ষেপ এটা।

অবশ্য ট্রাম্পের অন্তবর্তী দলের কাছে এ বিষয়টি মন্তব্য চেয়েও কোনও প্রতিক্রিয়া পায়নি রয়টার্স।যদিও ট্রাম্প জানিয়েছিলেন, প্যারিস জলবায়ু চুক্তি বিবেচনা করতে নিজের চিন্তা-ভাবনা খোলা রাখবেন। এতে করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়।  

ট্রাম্প টিমের ওই নোটে সংস্থাটির বিজ্ঞানাগারে কাজ ২০ জন সর্বোচ্চ বেতন পাওয়া কর্মকর্তা ও সবগুলো ওয়েবসাইটের তালিকাও চাওয়া হয়েছে।

এ সংস্থার সাবেক উপদেষ্টা ও বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড্যান রেইচার বলেন, স্পষ্টভাবেই তারা একটি আক্রমণাত্মক ইঙ্গিত পাঠাচ্ছে। যারা কাজ করছে সেখানে তাদের সতর্ক হওয়া প্রয়োজন। বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি উদ্বিগ্ন। কারণ এতে করে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক কর্মকর্তার চাকরি অনিশ্চয়তায় পড়তে পারে।

উল্লেখ্য, এই সংস্থায় ৯০ হাজারেরও বেশি কর্মী কাজ করছেন। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা
যুক্তরাষ্ট্রে মানবাধিকার কতটুকু আছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
সুন্দরবনের খালে ভাসছে মৃত বাঘ, মারলো কারা?
সুন্দরবনের খালে ভাসছে মৃত বাঘ, মারলো কারা?
উন্নত বিশ্বের কারণে জলবায়ু পরিবর্তনে আমরা বেশি ক্ষতিগ্রস্ত: পরিবেশমন্ত্রী
উন্নত বিশ্বের কারণে জলবায়ু পরিবর্তনে আমরা বেশি ক্ষতিগ্রস্ত: পরিবেশমন্ত্রী
সময়মতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের
দলীয় সিদ্ধান্ত অমান্যসময়মতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম আবার বাড়লো
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম আবার বাড়লো
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস