X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অডিও ফাঁস: গলফের মাঠই যেন ট্রাম্পের হোয়াইট হাউস!

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২০

ডোনাল্ড ট্রাম্প কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্তবর্তী প্রশাসন নিয়ে। মন্ত্রিসভার সদস্য নির্বাচন নিয়েও চলছে আলাপ। আলোচনায় আসছেন একনায়ক কিংবা জেনারেলরা। পাঠক কি ভাবছেন, হোয়াইট হাউসের কথা বলা হচ্ছে? সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলাপ করছেন গলফের মাঠের বন্ধুদের সঙ্গে! গত নভেম্বর মাসের শেষদিকের এই আলাপের অডিও ফাঁস করেছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো। তারা জানিয়েছে, ট্রাম্পের ফাঁস হওয়া একটি অডিওতে গলফ ক্লাবে আসা পরিচিত মানুষদের সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করতে শোনা গেছে।

ফাঁস হওয়া অডিওটি গত নভেম্বর মাসের শেষ দিকের। তখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং ট্রাম্পের অন্তবর্তী দল প্রশাসন গঠনের জন্য কাজ শুরু করেছে। নিউ জার্সিতে অবস্থিত ট্রাম্পের গলফ ক্লাবের দীর্ঘদিনের সদস্যদের নিয়ে একটি পার্টির আয়োজন করা হয়। ফাঁস হওয়া অডিওটি ওই অনুষ্ঠানের। অডিওতে শোনা যায়, ট্রাম্প অতিথিদের বলছেন মন্ত্রিসভার সদস্য নির্বাচনের জন্য তার ব্যস্ততার কথা।

অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, কাল আমরা অনেক সাক্ষাৎকার নেব, জেনারেল, একনায়ক থেকে অনেকেই আছেন। আপনার চাইলে আসতে পারেন। সাক্ষাৎকার মজার হবে। কাল আমরা সত্যি সত্যি কাজ শুরু করব। সরকার গঠনে বিভিন্ন খাতের মানুষদের প্রতি ১৫-২০ মিনিটে  একটি করে সাক্ষাৎকার নিতে হবে।

ট্রাম্প আরও বলেন, আমরা সবার সাক্ষাৎকার নেব। আমরা মার্কিন অর্থমন্ত্রীর সাক্ষাৎকার নেব। সবাই আসবে। আপনার যদি আসতে চান আসতে পারেন। এটা হবে একটি অবিশ্বাস্য রকম ঘটনা। ফলে আপনারা আসতেই চাইতে পারেন।

ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, ট্রাম্প তার ক্লাবের সদস্যদের আহ্বান জানাচ্ছেন মন্ত্রিসভায় কাকে নেবেন তার জন্য পরামর্শ দিতে।

পলিটিকোর পক্ষ থেকে অডিওটি কপি দিয়ে হোয়াইট হাউসের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তখন এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। এরপর শনিবার সকালে পলিটিকো খবরটি প্রকাশের পর হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স আপত্তি জানিয়েছেন। তিনি দাবি করেন, মন্ত্রিসভায় সদস্যদের সাক্ষাৎকার নেওয়ার সময় ক্লাবের সদস্যদের উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানাননি ট্রাম্প। তিনি শুধু পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন সদস্যদের কাছে।

এদিকে, পাম বিচে মার-এ-লাগো রিসর্টে টানা তৃতীয় সপ্তাহ অতিবাহিত করা অবস্থায়ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রকাশ্যে নির্দেশনা দিচ্ছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার ব্যালাস্টিক মিসাইল বিষয় নিয়ে ট্রাম্প উন্মুক্ত পরিস্থিতি পর্যালোচনা কক্ষ খুলেছেন বলেও অভিযোগ ওঠেছে। ক্লাবের সদস্যরা ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন।

/এএ/বিএ/

সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে