X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-পুতিন বৈঠক বদলে দিতে পারে বিশ্বের গতিপথ

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৭, ১৯:৩৪আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৯:৩৭

ট্রাম্প-পুতিন বৈঠক বদলে দিতে পারে বিশ্বের গতিপথ সাবেক আবাসন ব্যবসায়ী হোয়াইট হাউসের লড়াইয়ে নামার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরকে ঘিরে রয়েছেন। দূরত্ব বজায় থাকলেও একে অপরের আগ্রহ দেখিয়েছেন। এই সপ্তাহে বিশ্বের আলোচিত এই দুই নেতা মুখোমুখি হতে যাচ্ছেন দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকে।

বিশ্বের প্রভাবশালী দুটি দেশের নেতা হিসেবে তাদের বৈঠক রাজনৈতিক, ভূ-রাজনৈতিক কৌশলের ক্ষেত্রেই শুধু গুরুত্বপূর্ণ নয়।  আলোচিত বৈঠকটি দুই নেতার জন্য ব্যক্তিগত হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কারণে।

জি২০ সম্মেলনে ট্রাম্প সেই ব্যক্তিকেই অভিনন্দন জানাবেন যাকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য দায়ী করে আসছে। অভিযোগ রয়েছে, পুতিনই ক্ষমতায় বসিয়েছেন ট্রাম্পকে।

গত চার বছর ধরে পুতিনের প্রচুর প্রশংসা করেছেন ট্রাম্প। অথচ পুতিনকে বেশির ভাগ মার্কিন রাজনীতিক শত্রু হিসেবে মনে করেন। ট্রাম্প উল্লেখ করেন, রাশিয়ান এই নেতা তার কাছে খুব ভালো বলেই মনে হয়। এর আগে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও অস্বীকার করেছেন ট্রাম্প।

জার্মানির হ্যামবার্গের বিশেষ পরিস্থিতি ও রাজনৈতিক আলোচনা দুই নেতার বৈঠকের অনেকটাই গতিপথ নির্ধারণ করে দেবে। জি২০ সম্মেলনের আনুষ্ঠানিকতার বাইরে দুই নেতার উপস্থিতি ক্যামেরা পারসনদের গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নিশ্চিতভাবেই। তবে এই দুই নেতা ট্রাম্প ও পুতিন হওয়ার ফলে বিপরীতটাও হতে পারে। অনেক ক্ষেত্রেই দুই নেতা প্রচারণার সুযোগ হাতছাড়া করেন না। নিজেদের শক্তি ও প্রভাব প্রদর্শন করতেই অভ্যস্ত তারা। এরপরও তাদের দেহভঙ্গি খুঁটিয়ে দেখা হবে এবার।

ওবামা যুগের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ডেরেক চোলেট এখন জার্মান মার্শাল ফান্ড-এ কর্মরত রয়েছেন। তিনি বলেন, দুই নেতা অলিম্পিয়ানদের মতোই মিডিয়ার সামনে হাজির হবেন বলে আশা করছি। উভয়েই রূপক ও কঠোরতার ইঙ্গিতের গুরুত্বের কথা ভালোই জানেন।

২০১৬ সালের নির্বাচনের পর থেকেই রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে বেশ রাজনৈতিক চাপে রয়েছেন ট্রাম্প। ফলে পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুতিহীন কোনও আলোচনা এড়িয়ে যেতে পারেন তিনি।

নির্বাচনের প্রসঙ্গটি বাদ দিলেও ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্যও ট্রাম্প-পুতিন বৈঠকটি গুরুত্বপূর্ণ। ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, আইএসের পতনের সিরিয়ার ভবিষ্যৎ ও রুশ-মার্কিন সেনাদের সংঘাত এড়াতো, ন্যাটোর মিত্রদের পাশে যুক্তরাষ্ট্রের থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে দুই নেতার বৈঠকে। সূত্র: সিএনএন।

/এএ/

সম্পর্কিত
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ধরপাকড়
আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা
সর্বশেষ খবর
আফগানদের বিশ্বকাপ দলে ৬ অলরাউন্ডার 
আফগানদের বিশ্বকাপ দলে ৬ অলরাউন্ডার 
কাজের সন্ধানে বেরিয়ে সড়কে প্রাণ গেলো শ্রমিকের
কাজের সন্ধানে বেরিয়ে সড়কে প্রাণ গেলো শ্রমিকের
৮ ঘণ্টা শ্রম ৮ ঘণ্টা বিনোদন ৮ ঘণ্টা বিশ্রাম কোথায়
৮ ঘণ্টা শ্রম ৮ ঘণ্টা বিনোদন ৮ ঘণ্টা বিশ্রাম কোথায়
পাকিস্তানের বোধোদয় এবং বিএনপির ‘গোস্বা’!
পাকিস্তানের বোধোদয় এবং বিএনপির ‘গোস্বা’!
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!