X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মার্কিন নিরাপত্তা পরিষদ থেকে ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক কর্মকর্তা বরখাস্ত

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৭, ১৫:১৮আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৫:১৯

মার্কিন নিরাপত্তা পরিষদ থেকে ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক কর্মকর্তা বরখাস্ত মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে হোয়াইট হাউসের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে বহিষ্কার করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ. আর. ম্যাকমাস্টার। কোনও কারণ ব্যাখ্যা না করে দেওয়া এক বিবৃতিতে এই বরখাস্তের ঘোষণা দেওয়া হয়েছে। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এ খবর জানিয়েছে।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্নেল ডেরেক হার্ভি। বিবৃতিতে বরখাস্তের কারণ উল্লেখ করা না হলেও হার্ভিকে কাজে লাগানোর উপায় খোঁজা হচ্ছে বলে জানানো হয়েছে।

জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) মুখপাত্র মাইকেল অ্যান্টন জানান, সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে দেশের প্রতি ডেরেক হার্ভির সেবার প্রশংসা করেছেন জেনারেল ম্যাকমাস্টার। ইরাক যুদ্ধে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ক্যাপিটল হিল ও ট্রাম্প প্রশাসনেও হার্ভির ভালো সেবা দিয়েছেন।

এক বিবৃতিতে হার্ভি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টকে সেবা করার নতুন এ সুযোগ তিনি কাজে লাগাবেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করতে ও প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আরও বৃহত্তর দায়িত্ব নিতে মুখিয়ে আছি আমি।

ডেরেক হার্ভিকে জাতীয় নিরাপত্তা পরিষদে নিয়োগ দিয়েছিলেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। ব্যাপক সামলোচনার মুখে পদত্যাগে বাধ্য হয়েছিলেন ফ্লিন।

মার্কিন রাজনীতির বিশ্লেষকদের ধারণা, দায়িত্ব নিয়ে ম্যাকমাস্টার ফ্লিনের ঘনিষ্ঠদের নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কার করছেন। নিরাপত্তা পরিষদে ডেরেক হার্ভি মধ্যপ্রাচ্য নীতিতে সামরিক শক্তি প্রয়োগে জোর দিয়ে আসছিলেন। তিনি সিরিয়ার সংঘাতে সামরিক হস্তক্ষেপ ও ইরানের প্রতি কঠোর অবস্থান গ্রহণের পক্ষপাতি ছিলেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/

সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা