X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় কুর্দিদের ট্যাংক দেওয়ার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৭, ২০:৪৬আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২০:৪৮

সিরিয়ায় কুর্দিদের ট্যাংক দেওয়ার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের সিরিয়ায় কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের ট্যাংক ও কয়েক ট্রাক অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তুর্কি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এই অস্বীকৃতি জানিয়েছে তুরস্কের মার্কিন দূতাবাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইরত কোনও সংগঠনকেই ট্যাংক দেয়নি যুক্তরাষ্ট্র। ইরাকি-সিরিয়া সীমান্ত অতিক্রম করা ট্রাকগুলোতে কোনও সামরিক সরঞ্জাম ছিল না।

কুর্দিদের সহযোগিতা ও সমর্থনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে মাঝে মাঝেই উত্তেজনা বিরাজ করে। সিরিয়ায় মার্কিন নীতি নিয়ে তুরস্কের অসন্তুষ্টি রয়েছে। ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য সমালোচনাও করা হয়েছে তুরস্কের পক্ষ থেকে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সিরিয়ানীতিরও সালোচনা করেছিল তুরস্ক। বিশেষ করে, আইএসবিরোধী লড়াইয়ে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে-র ওপর যুক্তরাষ্ট্রের নির্ভর করা নিয়ে আপত্তি ছিল তুরস্কের। পিকেকে তুরস্কের কাছ থেকে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। তুরস্ক সরকার পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

কিছুদিন আগে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিরিয়ায় মার্কিন সেনাদের গোপন অবস্থান ফাঁস করে দেয়। এই তালিকা প্রকাশ হওয়াতে সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে মার্কিন সেনারা বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিনজোট এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের  মুখপাত্র কর্নেল জো স্করোচা জানিয়েছিলেন,   সেনাদের নির্দিষ্ট সংখ্যা ও অবস্থানের তথ্য গুরুত্বপূর্ণ। এতে করে জোট ও মিত্রদের সেনারা শত্রুদের হামলার মুখে পড়তে পারেন। এ ধরনের তথ্য প্রকাশ করাটা অপেশাদার আচরণ। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বশেষ খবর
রাজধানীর ১০ থানায় কিশোর অপরাধ বেশি: ডিএমপি কমিশনার
রাজধানীর ১০ থানায় কিশোর অপরাধ বেশি: ডিএমপি কমিশনার
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম