X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের উচিত উত্তর কোরিয়ার ক্ষেত্রে ‘লিবিয়া-স্টাইলে’ জোর দেওয়া: বোল্টন

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৮, ০৯:৪২আপডেট : ২৪ মার্চ ২০১৮, ০৯:৪৪

উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিহীন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত লিবিয়ায় গৃহীত যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ওপর জোর দেওয়া উচিত। ট্রাম্পের নতুন নিয়োগ পাওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এই কথা বলেছেন। বোল্টনের মতে, উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে কোনও বৈঠকে বসলে ট্রাম্পের উচিত হবে পিয়ংইয়ংকে পারমাণবিক কর্মসূচি থেকে যতদ্রুত সম্ভব সরিয়ে আনার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া।

জন বোল্টন

বৃহস্পতিবার এইচ. আর ম্যাকমাস্টারকে সরিয়ে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বোল্টনকে নিয়োগ দেন ট্রাম্প। নিয়োগের আগে সোমবার রেডিও ফ্রি এশিয়াকে বোল্টন বলেন, কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে যুক্তরাষ্ট্রের উচিত ২০০৪ সালে লিবিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটার মতোই পদক্ষেপ নেওয়া।

শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে বোল্টন বলেছেন, ধরুন এই আলোচনা হচ্ছে মে মাসে কিংবা তার আগে। দেখা যাক, উত্তর কোরিয়া কেমন দায়িত্বশীল। তারা যদি এমন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে প্রস্তুত না থাকে তাহলে বৈঠকটি হবে খুব সংক্ষিপ্ত।

বোল্টন দাবি করেন, উত্তর কোরিয়া এর আগে আলোচনার আড়ালে অস্ত্র উৎপাদন করে গেছে। তিনি এসব আলোচনার উদ্দেশ্য নিয়ে সন্দিহান ছিলেন। এ বছর দেশটির সঙ্গে আলোচনা শুরু করা মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়ার উচিত কোনও বিষয়ে একমত হওয়ার আগে সতর্ক থাকা।

বোল্টন বলেন, যদি এই বৈঠক অনুষ্ঠিত হয় তাহলে ১৩ বা ১৪ বছর আগে লিবিয়ার সঙ্গে আলোচনার মতোই যেন তাতে জোর দেওয়া উচিত। লিবিয়াকে পারমাণবিক অস্ত্র ও কর্মসূচি বন্ধের কথা বলা হয়েছিল।

বুশ জামানার বিশ্বস্ত প্রতিরক্ষাকর্মী জন বোল্টন আগামী চার এপ্রিল নতুন দায়িত্ব নেবেন।৬৯ বছর বয়সী বোল্টন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। রোনল্ড রিগ্যান, সিনিয়র বুশ ও জর্জ ডব্লিউ বুশের অধীনে দায়িত্ব পালন করেছেন তিনি। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার তথ্য সামনে এনেছিলেন তিনি। পরে ভুল প্রমাণিত হওয়া এই তথ্যের কারণে ১৫ বছর ধরে চলছে ইরাক যুদ্ধ। উত্থান ঘটেছে জঙ্গি গোষ্ঠী আইএস-এর। ইরান আর উত্তর কোরিয়াতেও হামলা চালানোর আহ্বান জানিয়েছিলেন তিনি। সূত্র: রয়টার্স।

 

/এএ/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার