X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-পুতিন সিরিয়া নিয়ে আলোচনা করেছেন: পম্পেও

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৮, ০৮:০৩আপডেট : ২১ জুলাই ২০১৮, ০৮:১৮

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, গত ১৬ জুলাই  ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত ট্রাম্প ও পুতিনের বৈঠকে দুই বিশ্বনেতার মধ্যে সিরিয়া সংকট নিয়ে আলোচনা হয়েছে। তারা শরণার্থীদের সিরিয়াতে ফেরত নিয়ে যাওয়ায়র বিষয়েও আলাপ করেছেন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন। আর পম্পেও আশা করেন, আগামী শরতে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে আবার দেখা হবে রুশ প্রেসিডেন্ট পুতিনের ট্রাম্প-পুতিন সিরিয়া নিয়ে আলোচনা করেছেন: পম্পেও

পুতিনের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে ঘরে-বাইরে দুই দিক থেকেই চাপের মুখে ছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত চালাচ্ছেন বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলার। অন্যদিকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আইন প্রতিমন্ত্রী রড রোজেন্সটেইন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় ১২ রুশ নাগরিককে চিহ্নিত করা হয়েছে। পুতিনের সঙ্গে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে যোগ না দিতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছিলেন ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাটদের চেয়ারম্যান টম পেরেজের ভাষ্য, ‘পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নয়।’ ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও ট্রাম্পকে ওই বৈঠকে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সিনেটর ম্যাককেইন মন্তব্য লড়েছিলেন, ট্রাম্প যদি পুতিনকে দায়ী করার বিষয়ে প্রস্তুতি নিয়ে না থাকেন, তাহলে তার উচিত হবে না ওই বৈঠকে যোগ দেওয়া।

তারপরও ট্রাম্প পুতিনের সঙ্গে হেলসিংকিতে বৈঠকে বসেছিলেন। আর সে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে সাংবাদিকদের জানালেন পম্পেও। তিনি জাতিসংঘে গিয়েছিলেন উত্তর কোরিয়ার বিষয়ে আলোচনার জন্য। সেখানেই সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়। পম্পেও বলেছেন, ‘আমি খুব খুশি যে দুই গুরুত্বপূর্ণ দেশের দুই নেতার নিয়মিত দেখা হচ্ছে।’

সিরিয়া প্রসঙ্গে আলোচনার হওয়ার কথা জানিয়ে পম্পেও সাংবাদিকদের বলেছেন, ট্রাম্প ও পুতিন দুইজনই মনে করেন একটি স্বেচ্ছাপ্রসূত প্রক্রিয়ার মধ্য দিয়ে শরণার্থীদের সিরিয়ায় ফেরত যাওয়ার ব্যবস্থা করা উচিত। পুতিন কবে নাগাদ যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন জানতে চাইলে পম্পেও বলেছেন, এই শরতেই ট্রাম্পের সঙ্গে পুতিনের যুক্তরাষ্ট্রে  দেখা হতে পারে।

পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক প্রসঙ্গে তিনি আরও বলেছেন,  ‘আমাদের জ্যেষ্ঠ নেতারা বিশ্ব জুড়ে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। তার এমন সব মানুষ যাদের সঙ্গে আমাদের গভীর বিরোধ রয়েছে।  ট্রাম্প যে পুতিনের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন তা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা কঠিন সমস্যাগুলোর সমাধান পাওয়ার আশা করতে পারি আমরা।’

/এএমএ/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়