X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ফিরলেন সৌদি আরবের রাষ্ট্রদূত খালিদ

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:২৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৩

সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে যুক্তরাষ্ট্র ফিরেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই খালিদ বিন সালমান। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ বুধবার এখবর জানিয়েছে। ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের কিছুদিন পরই যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরব চলে গিয়েছিলেন খালিদ।

যুক্তরাষ্ট্রে ফিরলেন সৌদি আরবের রাষ্ট্রদূত খালিদ

অজ্ঞাত সূত্রের বরাতে এনবিসি জানায়, বুধবার সকালে ওয়াশিংটন ডিসির ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালিদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের শেষকৃত্য অনুষ্ঠানের অল্প কিছুক্ষণ আগে তিনি যুক্তরাষ্ট্রে অবতরণ করেন।

খবরে বলা হয়েছে, বুশের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেননি খালিদ। যদিও এর আগে এতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। এক সৌদি কর্মকর্তা জানান, ফ্লাইট বিলম্বের কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

ওয়াশিংটনের সৌদি দূতাবাস খালিদে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে।

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে সৌদি আরব ও দেশটির প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খাশোগি হত্যাকাণ্ডে খালিদের জড়িত থাকারও অভিযোগ রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে, খাশোগিকে তুরস্কের ইস্তানবুল দূতাবাসে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন খালিদ। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

৫৯ বছর বয়সী খাশোগি একসময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি থাকলেও সাম্প্রতিক সময়ে সৌদি যুবরাজের কঠোর সমালোচকে পরিণত হন। গ্রেফতার এড়াতে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে চলে যান খাশোগি। দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হন তিনি। প্রথমে অস্বীকার করলেও পরে খাশোগি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সৌদি আরব। এ ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে। তবে সৌদি কর্তৃপক্ষ সে অভিযোগ নাকচ করে আসছে। 

 

 

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই