X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যায় যুবরাজ মোহাম্মদকেই দায়ী করেছে মার্কিন সিনেট

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৮, ২১:২০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:২২
image

মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) প্রস্তাব পাস করেছে মার্কিন সিনেট। একই সঙ্গে ইয়েমেনে নৃশংসতার জন্য সৌদি আরবকে দায়ী করে দেশটিতে অস্ত্র বিক্রি নিষিদ্ধের পক্ষেও মত দিয়েছেন সিনেটররা। সিনেটের এই দুই প্রস্তাবে সমর্থন দানকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বার্তা সংস্থা রয়টার্স উল্লেখ করেছে, কংগ্রেসে পাস না হলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব পাস করানো বিফল হবে। প্রস্তাবটিকে আইনে পরিণত করতে গেলে দরকার মার্কিন কংগ্রেসের সমর্থন। কিন্তু সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্য রিপাবলিকান। তারা মনে করেন, ইরানকে ঠেকাতে সৌদি আরবের সহায়তা দরকার যুক্তরাষ্ট্রের। খাশোগি হত্যায় যুবরাজ মোহাম্মদকেই দায়ী করেছে মার্কিন সিনেট

মার্কিন সিনেটরদের ৫৬ জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে গেছেন ৪১ জন। ইয়েমেনের কাছে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে সিনেটে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়েছেন সাত জন রিপাবলিকানও। সিনেটের পররাষ্ট্র  বিষয়ক কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান সিনেটর বব কোরকার বলেছেন, ‘জামাল খাশোগিকে হত্যার বিষয়ে সিনেট যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করার বিষয়ে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এটা খুবই কড়া একটি বার্তা। আমরা যেসব মূল্যবোধকে ধারণ করি এ প্রস্তাবনার মূল প্রেরণা সেসব মূল্যবোধ।’

ইয়েমেনের বিষয়ে ভোটাভুটি হওয়ার পর সিনেটে খাশোগির হত্যায় জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে উত্থাপিত প্রস্তাবে ভোটাভুটি হয়। সেই প্রস্তাবনায় আরও বলা হয়, খাশোগি হত্যায় সৌদি আরবকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।

কিন্তু সৌদি আরবের বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক রাখার বিষয়েই মত ব্যক্ত করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সৌদি যুবরাজের পক্ষে দাঁড়াচ্ছেন। ট্রাম্প মনে করেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বৃদ্ধি ঠেকাবার জন্য সৌদি আরবের উপস্থিতি অপরিহার্য। ইরান শক্তিশালী হয়ে উঠলে বিপদে পড়বে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী ইসরায়েল।

মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার জন্যও সৌদি আরবকে পাশে পাওয়া দরকার। সৌদি আরবের সমর্থন ছাড়া ইয়েমেনে ব্যর্থ হতে পারে শান্তি আলোচনা। তাছাড়া, ফিলিস্তিন-ইসরায়েল শান্তি প্রতিষ্ঠার যে চুক্তি নিয়ে কাজ করেছে যুক্তরাষ্ট্র, তাতেও সৌদি আরবের ভূমিকাকে অপরিহার্য মনে করে যুক্তরাষ্ট্র।

/এএমএ/
সম্পর্কিত
ঝুঁকি নিচ্ছেন নেতানিয়াহুজিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
রাফাহতে হামলার আশঙ্কা, ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার