X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

যৌন নিপীড়নের শিকার ১৪ বছর ধরে কোমায় থাকা নারী

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৯, ১৬:২৫আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৬:২৮

কেউই জানত না ওই নারী গর্ভবতী। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা প্রথম দিকে নিশ্চিত ছিলেন কেন ওই নারী গোঙাচ্ছিলেন। স্বাস্থ্যকেন্দ্রটির মুখপাত্র সম্ভাব্য সন্দেহভাজনদের চিহ্নিত করতে স্বাস্থ্যকর্মীদের ডিএনএ পরীক্ষার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। একইসঙ্গে এমন পরিস্থিতিতে যাতে কোনও রোগীকে পড়তে না হয় সেজন্য প্রতিরোধমূলক কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা সম্পর্কেও মন্তব্য করেননি মুখপাত্র।

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের আরিজোনার ফিনিক্স পুলিশ শনিবার এক যৌন হামলার তদন্ত শুরু করেছে। হাসপাতালে ১৪ বছর ধরে কোমায় থাকা এক নারীর সন্তান জন্মদানে এই তদন্ত শুরু হয়েছে।

হাসেইন্দা স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই নারী পানিতে ডুবে যাওয়ার কারণে গত ১৪ বছর ধরে কোমায় ছিলেন। কিন্তু ২৯ ডিসেম্বর ওই নারীর গর্ভে একটি ছেলে সন্তানের জন্ম হয়। কেউই জানতেন না ওই নারী গর্ভবতী ছিলেন। হাসপাতালের কর্মীরাও প্রথমে বুঝতে পারেননি কেন ওই নারী গোঙাচ্ছিলেন।

স্থানীয় পুলিশের সার্জেন্ট টমি থম্বসন বলেন, ফিনিক্স পুলিশ বিভাগ ঘটনাটি এখন তদন্ত করছে।

স্বাস্থ্যসেবা কেন্দ্রটির মুখপাত্র ডেভিড লেইবোউইৎজ জানান, হাসপাতালের এক রোগীর ‘গভীর বিতর্কিত ঘটনা’ সম্পর্কে তারা অবগত। তবে সন্দেহভাজন শনাক্তের জন্য কর্মীদের ডিএনএ পরীক্ষা করা হয়েছে কিনা বা রোগীদের ক্ষেত্রে এমন ঘটনা প্রতিরোধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এক ইমেইল বার্তায় মুখপাত্র বলেন, কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যের গোপনীয়তার নীতি অনুসারে রোগীদের স্বাস্থ্য ও অবস্থা সম্পর্কে আলোচনায় নিষেধ রয়েছে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে।

নিপীড়নের শিকার নারীর আইনজীবী থাশা মেনাকের জানান, সন্দেহভাজন শনাক্তের জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্রটির সব পুরুষ কর্মীদের ডিএনএ পরীক্ষা করাই হবে সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ।

আরিজোনার গভর্নর ডউ ডুসি’র মুখপাত্র ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছেন। সূত্র: রয়টার্স।

 

/এএ/
সম্পর্কিত
আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা
যুক্তরাষ্ট্রে মানবাধিকার কতটুকু আছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
আনারসের পাতা থেকে তৈরি হবে সিল্ক জামদানি শাড়ি
আনারসের পাতা থেকে তৈরি হবে সিল্ক জামদানি শাড়ি
সর্বাধিক পঠিত
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও