X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বোস্টনে বাংলাদেশি তরুণকে গুলির ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
০৮ আগস্ট ২০২০, ০৯:০৮আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৯:১১

যুক্তরাষ্ট্রে গত মাসে বাংলাদেশি এক দোকানকর্মীকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বোস্টন পুলিশ। শুক্রবার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত স্টিফন স্যামুয়েলের (২৫) বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি ও হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলার অভিযোগ আনা হয়েছে।

বোস্টনে বাংলাদেশি তরুণকে গুলির ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার

২৩ বছরের সিয়াম স্টুডেন্ট ভিসায় এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে আসেন। শিক্ষা শুরুর আগেই তিনি পরিবারের জন্য কিছু অর্থ পাঠাতে কাজ শুরু করেন।

‌১৪ জুলাই বোস্টনের রক্সবারিতে এম অ্যান্ড আর নামের একটি দোকানে কর্মরত অবস্থায় বন্দুক হাতে এক ব্যক্তি এসে নগদ অর্থ ও সিগারেট চায়। পুলিশ জানিয়েছে, সিয়াম সবকিছু দিলেও ওই ব্যক্তি তার মাথায় গুলি করে।

তানজিম সিয়াম নামের বাংলাদেশির উপর গত মাসে হামলা চালায় স্যামুয়েল। মাথায় দুটি গুলিবিদ্ধ সিয়াম এখনও কোমায় রয়েছেন। চিকিৎসকরা বেশ কয়েকবার তার পরিবারকে জানিয়েছেন, অবস্থান তেমন কোনও উন্নতি হচ্ছে না।

আহতের পরিবারের ঘনিষ্ঠ বোস্টন কনভেনিয়েন্স স্টোর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন মোরশেদ বলেন, চিকিৎসকরা বলছেন সিয়ামের সেরে ওঠার সম্ভাবনা খুব কম। যন্ত্র লাগিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।

সিয়ামের পরিবার এই সপ্তাহে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। বোস্টনে একটি বাংলাদেশি পরিবারের আতিথেয়তায় রয়েছেন তারা।

মোরশেদ আরও বলেন, আহতের পরিবার প্রচণ্ড মানসিক চাপ ও ট্রমার মধ্যে রয়েছেন। সিয়ামের কান্না থামাতেই পারছেন না

তিনি জানান, আগামী সপ্তাহে চিকিৎসকরা আবার বৈঠকে বসবেন। তখন তারা কঠিন সিদ্ধান্ত নিতে পারেন।

মোরশেদ আহত সিয়ামের জন্য অর্থ সংগ্রহের জন্য গোফান্ডমি ওয়েবসাইটে একটি পেজ খুলেছেন। এখন পর্যন্ত সেখান থেকে প্রায় ৭০ হাজার ডলার সংগৃহীত হয়েছে। তিনি বলেন, মানুষ প্রকৃতপক্ষে সহযোগিতা করছে। আশা করছি সিয়ামের পরিবারের জন্য ১ লাখ ডলার সংগ্রহ করা যাবে।

সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও এড মার্কির হস্তক্ষেপের কারণে শিগগিরই সিয়ামের পরিবার দ্রুত ভিসা পেয়েছেন বলে জানিয়েছেন হুমায়ুন মোরশেদ। 

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস