X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সিঙ্গেল ডোজ ভ্যাকসিনের অনুমতি চাইলো জনসন অ্যান্ড জনসন

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩২

ফার্মা জায়ন্ট জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে তাদের উদ্ভাবিত সিঙ্গেল ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমতি চাওয়া হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)- এর কাছে এই অনুমতি চাওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

জনসন অ্যান্ড জনসনের মালিকানাধীন বেলজিয়ামভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি জ্যানসেন এই ভ্যাকসিন উদ্ভাবন করেছে। ২৯ জানুয়ারি ভ্যাকসিনটির বৈশ্বিক ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাস প্রতিরোধে তাদের ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর। মডার্না ও ফাইজার-বায়োএনটেকের মতো জনসনের ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োজন নেই। এক ডোজ প্রয়োগের এই কার্যকারিতা পাওয়া গেছে। তবে দক্ষিণ আফ্রিকায় এটির কার্যকারিতা ৫৭ শতাংশ বলে ক্লিনিক্যাল ট্রায়ালে উঠে এসেছে।

জনসন অ্যান্ড জনসনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পল স্টোফেলস এক বিবৃতিতে বলেন, জরুরি ব্যবহারের জন্য আমাদের উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদনের পেলে সরবরাহ শুরু করতে আমরা প্রস্তুত রয়েছি। যত তাড়াতাড়ি জনসাধারণের কাছে সহজলভ্য করা যায়, সে জন্য দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছি।

কোম্পানির আবেদনের পর ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তথ্য পর্যালোচনা করবে এবং উপদেষ্টা কমিটির বৈঠক আয়োজন করা হবে। এর আগে কোম্পানিটির কর্মকর্তারা জানিয়েছিলেন, মার্চ মাসে ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি তাদের রয়েছে।

এফডিএ জানিয়েছে, বিশেষজ্ঞরা ভ্যাকসিনের ফলাফল পর্যালোচনা নিয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত উন্মুক্ত আলোচনা করবেন।

কোম্পানিটি জানায়, ভ্যাকসিনের দুই ডোজ প্রয়োগ করা হলে রোগপ্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয় কিনা বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। তাদের দাবি, প্রাথমিক ট্রায়ালে দেখা গেছে দুই ডোজে করোনা প্রতিরোধে জনসন অ্যান্ড জনসনের টিকা ৮৫ শতাংশ কার্যকর।

চলতি বছর বিশ্বব্যাপী ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করেছে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাজ্য এরইমধ্যে এই ভ্যাকসিনের ৩ কোটি ডোজ অগ্রিম অর্ডার দিয়ে রেখেছে। এই ভ্যাকসিনে সাধারণ ঠান্ডার ভাইরাস ব্যবহার করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে এটিকে নিরীহ করা হয়েছে, যাতে কোনও ক্ষতি না হয়।

 

 

/এএ/
সম্পর্কিত
ঝুঁকি নিচ্ছেন নেতানিয়াহুজিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা, খতিয়ে দেখার নির্দেশ
রাফাহতে হামলার আশঙ্কা, ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
হেড-অভিষেক ঝড়ে লণ্ডভণ্ড লখনউ, বিদায় মুম্বাইয়ের
হেড-অভিষেক ঝড়ে লণ্ডভণ্ড লখনউ, বিদায় মুম্বাইয়ের
জিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
ঝুঁকি নিচ্ছেন নেতানিয়াহুজিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র