X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‌ইরানিদের জন্য যুক্তরাষ্ট্রের ‘দুঃখ প্রকাশ’

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২১, ১৭:৩৪আপডেট : ২০ জুন ২০২১, ১৭:৩৪

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ইরানিরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি ব্যবস্থায় ভোট দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। কট্টরপন্থী বলে পরিচিত ইব্রাহিম রায়িসি ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় এই অবস্থান জানিয়েছে ওয়াশিংটন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি ব্যবস্থায় নিজেদের নির্বাচন করার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ইরানের নাগরিকরা। যুক্তরাষ্ট্র এই ঘটনায় দুঃখ প্রকাশ করছে।

ওই মুখপাত্র জানান, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে পুনরায় ফিরে আসতে ইরানের সঙ্গে পরোক্ষা আলোচনা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করেছিলেন।

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাননি। রায়িসিকে ৮১ বছর বয়স্ক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ বলে মনে করা হয়। ইরানে খামেনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।

৪০ জন নারীসহ এবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে ইচ্ছুক ছিলেন প্রায় ৬০০ জন। তবে শেষ পর্যন্ত তা সাত জনে এসে দাঁড়ায়। বাদ পড়েন সাবেক একজন প্রেসিডেন্ট ও সাবেক পার্লামেন্ট স্পিকার। শুক্রবারের ভোটের দুই দিন আগে মনোনয়ন পাওয়া দুই প্রার্থী নিজেদের প্রত্যাহার করে নেন।

পারমাণবিক চুক্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র জানান, ভিয়েনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ আলোচনায় অর্থবহ অগ্রগতি হয়েছে। তিনি বলেন, আমরা আমাদের মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।

ইউরোপীয় কূটনীতিকদের মধ্যস্থতায় ভিয়েনা আলোচনা ইরানের ওপর জারি করা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যুতে অচলাবস্থায় রয়েছে।

/এএ/
সম্পর্কিত
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই