মহামারি বোনাস পাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সব কর্মী। চ্যালেঞ্জিং অর্থ বছর পার করায় প্রত্যেক কর্মীকে দেড় হাজার মার্কিন ডলার বোনাস দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক লাখ ২৭ হাজার টাকারও বেশি। কোম্পানিটির এ সংক্রান্ত একটি অভ্যন্তরীণ নথি হাতে পেয়ে এই খবর জানিয়েছে প্রযুক্তি বিষয়ক মার্কিন ওয়েবসাইট দ্য ভার্জ।
দ্য ভার্জ জানিয়েছে, কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদার নিচে থাকা প্রায় সব কর্মীকেই বোনাস উপহার দিচ্ছে মাইক্রোসফট। তবে কেবল সেইসব কর্মীই মহামারি বোনাস পাবে যারা ৩১ মার্চ ২০২১ তারিখে বা তারও আগে কোম্পানিটিতে যোগ দিয়েছে। এছাড়া ঘণ্টা হিসেবে কাজ করা পার্ট-টাইম কর্মীরাও বোনাস পাবে।
বৃহস্পতিবার দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাইক্রোসফটের প্রধান পিউপিল কর্মকর্তা ক্যাথলেন হোগান আজ কর্মীদের জন্য উপহারের ঘোষণা দিয়েছেন আর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিকভাবে কর্মরত সব উপযুক্ত কর্মী এই বোনাস পাবে।’
বিশ্বজুড়ে মাইক্রোসফটে কর্মরত কর্মীর সংখ্যা এক লাখ ৭৫ হাজার ৫০৮ জন। তবে মাইক্রোসফটের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান লিঙ্কেডিন, গিটহাব এবং জেনিম্যাক্স কর্মীরা মহামারি বোনাস পাওয়ার জন্য উপযুক্ত বলে গণ্য হবেন না।
দ্য ভার্জ জানিয়েছে, কর্মীদের মহামারি বোনাস দিতে মাইক্রোসফটের প্রায় ২০ কোটি ডলার ব্যয় হবে, যা তাদের দুই দিনেরও কম সময়ে করা লাভ।
এর আগে ফেসবুক তাদের ৪৫ হাজার কর্মীর প্রত্যেককে এক হাজার ডলার বোনাস দেয়। এছাড়া অ্যামাজন সম্মুখসারির কর্মীদের তিনশ’ ডলারের হলিডে বোনাস দেয়।