X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বাড়িতে পারমাণবিক অস্ত্রের নথি খুঁজতেই অভিযান: ওয়াশিংটন পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২২, ১৪:০০আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৪:২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার পাম বিচের মার-এ লাগো বাড়িতে অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজের পাশাপাশি পারমাণবিক অস্ত্রের অতি গোপনীয় নথি খুঁজতে অভিযান চালায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাতে শুক্রবার (১২ আগস্ট) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

তদন্তের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এফবিআই ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে যে সরকারি কাগজপত্র সন্ধান করছিল তার মধ্যে পারমাণবিক অস্ত্রের গোপন নথি রয়েছে বলে ধারণা করা হয়। এতে মার্কিন অস্ত্রাগার বা অন্য কোনও দেশের নথি ছিল কিনা তা স্পষ্ট করেনি ওয়াশিংটন পোস্ট।

এ প্রসঙ্গে দেশটির সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড সংবাদ সম্মেলনে বলেন, তল্লাশি অভিযানের অনুমোদন দিয়েছিলেন তিনি। জো বাইডেনের একজন শীর্ষ কর্মকর্তা মেরিক গারল্যান্ড।

গত সোমবার যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ফ্লোরিডায় ট্রাম্পের ওই বাড়িতে ব্যাপক অভিযান চালায়। প্রেসিডেন্সিয়াল তথ্য সংরক্ষণের দায়িত্বে থাকা মার্কিন সরকারি সংস্থা ন্যাশনাল আর্কাইভস ফেব্রুয়ারিতে আইন মন্ত্রণালয়ের কাছে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানায়। সংস্থাটির দাবি, মার-এ-লাগো থেকে ১৫ বাক্স নথি উদ্ধার করা হয়েছে। এতে রয়েছে রাষ্ট্রীয় গোপন নথি। তল্লাশির ঘটনাকে জাতির জন্য একটি অন্ধকার অধ্যায় হিসেবে উল্লেখ করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।

এফবিআই এজেন্টরা মার-এ-লাগোয় পরোয়ানা মোতাবেক যে তল্লাশি চালিয়েছে, সেটির বিরোধিতা করা হবে না বলে জানালেন ট্রাম্প। তবে তার বাড়িতে অভিযানের ওয়ারেন্ট অবিলম্বে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ আগস্ট) ট্রাম্প বলেন, যদিও অভিযানটি অপ্রয়োজনীয় ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ