X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২২, ১৭:৫৯আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৭:৫৯

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি ও নিরাপত্তা সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সিনেটর বব মেনেন্দেজ। তেলের উৎপাদন কমিয়ে সৌদি আরব পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন সিনেটের ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থাকা মেনেন্দেজ। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

গত ৫ অক্টোবর তেল উৎপাদন কমানোর বিষয়ে একমত হয় সৌদি আরব ও রাশিয়াসহ ওপেক প্লাসভুক্ত দেশগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে এই জোটের সদস্য দেশগুলো। এই ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এরইমধ্যে দাম বেড়েছে ১০ শতাংশেরও বেশি।

বিশ্ব অর্থনীতিকে চাঙা করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও তেলের দাম কমানো ও উৎপাদন বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করে ওপেক প্লাসের নেওয়া এমন সিদ্ধান্তে হতাশ হয় ওয়াশিংটন। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া।

এক বিবৃতিতে বব মেনেন্দেজ বলেন, ‘এক্ষেত্রে সহজ কথা হচ্ছে এই সংঘাত প্রশ্নে উভয় পক্ষে ভূমিকা রাখার কোনও সুযোগ নেই। হয় আপনাকে একটি দেশের মানচিত্রে সহিংসতা চালানোর মাধ্যমে নিশ্চিহ্ন করার যুদ্ধাপরাধ বন্ধে চেষ্টা করতে, না হয় আপনাকে তাকে সমর্থন করতে হবে।’

তিনি বলেন, ‘সৌদি আরব নিজেদের অর্থনৈতিক স্বার্থে দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়েছে।’
মেনেন্দেজ বলেন, ‘যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি ও নিরাপত্তা সহায়তাসহ সার্বিক মার্কিন সহযোগিতা বন্ধ করতে হবে।’

যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ রক্ষা করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন এই সিনেটর।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার আগে রিয়াদের সঙ্গে কোনও ধরনের সহযোগিতায় আমি সবুজ সংকেত দেব না। যথেষ্ট হয়েছে।

এই বিষয়ে ওয়াশিংটনে নিযুক্ত সৌদি দূতাবাসের মন্তব্য জানতে চেয়ে সাড়া পায়নি আল জাজিরা।

/এএ/
সম্পর্কিত
ডোনাল্ড লু ঢাকা আসছেন মঙ্গলবার
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
খারকিভের সীমান্ত শহরে প্রবেশের দাবি রাশিয়ার
সর্বশেষ খবর
ডোনাল্ড লু ঢাকা আসছেন মঙ্গলবার
ডোনাল্ড লু ঢাকা আসছেন মঙ্গলবার
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ানোর রোডম্যাপ হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ানোর রোডম্যাপ হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ফল প্রত্যাখ্যান, ভোট পুনর্গণনার আবেদন দুই প্রার্থীর
ফল প্রত্যাখ্যান, ভোট পুনর্গণনার আবেদন দুই প্রার্থীর
একসঙ্গে জিপিএ-৫ পেলো যমজ দুই বোন
একসঙ্গে জিপিএ-৫ পেলো যমজ দুই বোন
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল