X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাইডেন পরিবারের বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার দেবে রিপাবলিকানরা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২২, ২০:৫৬আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ২০:৫৬

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রিপাবলিকান আইনপ্রণেতারা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের তদন্তের আওতায় থাকবে প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেনের বৈদেশিক বাণিজ্যিক লেনদেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার একদিন পর দলটির আইনপ্রণেতারা বলেছেন, প্রেসিডেন্টের পরিবারের বিরুদ্ধে তদন্ত করা তাদের শীর্ষ অগ্রাধিকার। ৫২ বছর বয়সী হান্টার বাইডেন ইতোমধ্যে কেন্দ্রীয় তদন্তের আওতায় রয়েছেন। তবে এখনও তার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি। অবশ্য তিনি প্রশাসনের কোনও পর্যায়ে কোনও দায়িত্বে নেই।

কিন্তু শীর্ষ রিপাবলিকানরা জোর দিয়ে বলছেন, তাদের তদন্তে নিশ্চিত হওয়া যাবে ছেলের বাণিজ্যিক লেনদেনে জো বাইডেনের ভূমিকা কতটুকু। বাইডেন যখন ভাইস-প্রেসিডেন্ট ছিলেন সেই সময়ও তদন্তের আওতা থেকে বাদ যাবে না।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রকাশ করা একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে দলটির নেতারা যুক্তি তুলে ধরে দাবি করেছেন, পরিবারের বাণিজ্যিক লেনদেনের বিষয়ে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের নাগরিকদের মিথ্যা বলেছেন।

প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির নবাগত চেয়ারম্যান জেমস কোমার বলেন, পরিবারে প্রেসিডেন্টের অংশগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে। আমি স্পষ্ট করতে চাই, এই তদন্ত জো বাইডেনকে ঘিরে। আগামী কংগ্রেসে এটিই হবে আমাদের মনোযোগের কেন্দ্র।

তারা অভিযোগ করছেন, হান্টার বাইডেন কর ফাঁকির মতো অপরাধ করেছেন। কিন্তু শিগগিরই তাকে শুনানিতে স্বাক্ষ্য দেওয়ার জন্য সমন করার পরিকল্পনার কোনও ঘোষণা দেননি রিপাবলিকান আইনপ্রণেতারা।

হান্টার বাইডেনের এক আইনজীবী ক্রিস্টোফার ক্লার্ক বলেছেন, রিপাবলিকানদের ঘোষণার বিষয়ে তার মক্কেলের কিছু বলার নেই।

/এএ/
সম্পর্কিত
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
সর্বশেষ খবর
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া