X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বাসভর্তি অভিবাসীদের নামিয়ে দেওয়া হলো কমলা হ্যারিসের বাড়ির পাশে

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২২, ১৭:৩২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৭:৩২

টেক্সাস থেকে বাসভর্তি অভিবাসী ও শরণার্থীদের এনে ওয়াশিংটন ডিসিতে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়ির পাশে নামিয়ে দেওয়া হয়েছে। বড় দিনে এই ঘটনা ঘটেছে। অভিবাসী ত্রাণ গোষ্ঠীর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এই পদক্ষেপ রিপাবলিকানদের রাজনৈতিক পদক্ষেপের একটি অংশ হতে পারে। যেমন, টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট অভিবাসী বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাট প্রশাসনকে একটি বার্তা দিতে চেয়েছেন।

সামু ফার্স্ট রেসপন্স নামের ত্রাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক তাতিয়ানা লাবোরডে বলেছেন, প্রায় ১১০-১৩০জন অভিবাসী ও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়প্রার্থীকে বাসে তুলে দেন টেক্সাসের কর্মকর্তারা। পরে তাদের ওয়াশিংটনে হিমশীতল তাপমাত্রায় নামিয়ে দেওয়া হয়।

লাবোরডে আরও বলেছেন, অভিবাসীদের এই ভ্রমণের বিষয়ে তাদেরকে অবগত করা হয়েছিল এবং শনিবার শেষ রাতে তাদের পৌঁছার অপেক্ষায় ছিলেন তারা। সেখানে অভিবাসীদের কম্বল দেওয়া হয়। এরপর তাদের শহরের একটি গির্জায় তাদের নিয়ে যাওয়া হয়েছে। তাপমাত্রা মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস হলেও অনেকের পরনে ছিল টি-শার্ট।

এই বিষয়ে টেক্সাসের গভর্নরের কার্যালয়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে গত সপ্তাহে কর্মকর্তারা জানিয়েছিলেন, এপ্রিল থেকে এখন পর্যন্ত ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো ও ফিলাডেলফিয়াতে ১৫ হাজারের বেশি অভিবাসীকে পাঠানো হয়েছে।

টেক্সাসের গভর্নর অ্যাবোট ও অ্যারিজোনার গভর্নর ডগ ডুসে রিপাবলিকান গভর্নর। এই দুজন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসীদের নিয়ে বাইডেন প্রশাসনের পদক্ষেপের কট্টর সমালোচক। এই সীমান্ত অতিক্রম করে প্রতিদিন হাজারো মানুষ যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইছে।

সীমান্তের উভয়পাশের কর্মকর্তারা অভিবাসীদের জন্য আশ্রয় ও সেবা দিতে জরুরি সহায়তা চেয়েছেন। অনেকেই রাস্তায় রাত কাটাচ্ছে।

হোয়াইট হাউজের মুখপাত্র আব্দুল্লাহ হাসান বাসভর্তি অভিবাসীদের ওয়াশিংটন ডিসিতে নামিয়ে দেওয়ার ঘটনাকে ‘নির্মম, বিপজ্জনক ও লজ্জাজনক লোক দেখানো প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

লাবোরডে গত সপ্তাহে বলেছিলেন, নয়টি বাসে করে অভিবাসীদের ওয়াশিংটনে নামিয়ে দেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কেমন পোপ হবেন লিও চতুর্দশ?
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
সর্বশেষ খবর
বিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশবিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ