X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

গোয়েন্দা বেলুনের জের, পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৩

যুক্তরাষ্ট্রের আকাশে গোয়েন্দা বেলুন ওড়ার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীন সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার চীন বেলুনটি নিজেদের বেসামরিক উড়োজাহাজ বলে স্বীকারের পর সফরটি স্থগিত করা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

৫-৬ ফেব্রুয়ারি চীন সফরে যাওয়ার সূচি ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তাইওয়ান, দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন ইস্যুতে উত্তেজনার মধ্যেই এই সফর আয়োজন করা হয়েছিল।

চীন দাবি করেছে, বেলুনটি আবহাওয়ার গবেষণায় ব্যবহার করা হচ্ছিল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে পৌঁছেছে।

মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, তারা নিশ্চিত যে এই নজরদারি বেলুনটি চীনা।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ঘটনাটি নিয়ে দুঃখপ্রকাশ করে বলা হয়েছে, বিষয়টি সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে চীন।

ব্লিঙ্কেনের চীন সফর নিয়ে মঙ্গলবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছিলেন, ৫ ও ৬ ফেব্রুয়ারি চীন সফর করবেন ব্লিঙ্কেন। এই সফরে তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

সাংবাদিকদের কিরবি বলেছেন, গত বছর আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীনা প্রতিবাদের কারণে যেসব বিষয় নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়নি, সেগুলো নিয়ে এই সফরে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সফরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছাড়াও চীন ও মার্কিন সামরিক অবস্থা, জলবায়ু পরিবর্তনসহ বেশ কিছু বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলোচনা হবে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। একই সঙ্গে তারা রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়েছে।

/এএ/
সম্পর্কিত
আত্মসমর্পণ করলে প্রাণভিক্ষা পাবে ইউক্রেনীয় সেনারা: পুতিন
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি শ্যাডো ফ্লিটের একটি জাহাজ বাংলাদেশে
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মার্কিন বিচার বিভাগের
সর্বশেষ খবর
সালিশে ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ
সালিশে ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ
সুপার ওভারে শূন্য রানের বিশ্বরেকর্ড বাহরাইনের
সুপার ওভারে শূন্য রানের বিশ্বরেকর্ড বাহরাইনের
কমেছে পানির উৎপাদন, ভোগান্তিতে চট্টগ্রামের বাসিন্দারা
কমেছে পানির উৎপাদন, ভোগান্তিতে চট্টগ্রামের বাসিন্দারা
নিখোঁজ লাইজুর ভূত হয়ে ফেরা!
নিখোঁজ লাইজুর ভূত হয়ে ফেরা!
সর্বাধিক পঠিত
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক
রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়