X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

রাশিয়াসহ ৪৩টি দেশের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৫, ১৫:৫৭আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৬:০৪

বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের জন্য ব্যাপক ভ্রমণ নিষেধাজ্ঞা জারির কথা বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দেখানো অভ্যন্তরীণ মেমো এবং এ বিষয়ে অবগত সূত্রের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে। নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। রয়টার্স এ খবর জানিয়েছে।

সূত্র অনুযায়ী, দেশগুলোকে আলাদা তিনটি দলে ভাগ করে একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, তালিকায় পরিবর্তন আসতে পারে এবং এটি এখনো প্রশাসনের, বিশেষ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নিউ ইয়র্ক টাইমস প্রথম এই দেশগুলোর তালিকা প্রকাশ করে।

সূত্র অনুযায়ী, প্রথম দলে ১১টি দেশকে লাল তালিকায় রাখা হয়েছে। লাল তালিকার মানে হলো এসব দেশে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ। অর্থাৎ এসব দেশের নাগরিকেরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। এই দেশগুলো হলো আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

খসড়া প্রস্তাবে ১০টি দেশকে ‘কমলা’ তালিকায় রাখা হয়েছে। কমলা তালিকার মানে হলো, এসব দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে, তবে ভিসা একেবারে বন্ধ থাকবে না। এই ১০টি দেশ হলো বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও তুর্কমেনিস্তান।

২২টি দেশকে ‘হলুদ’ তালিকায় রাখা হয়েছে। এ তালিকায় থাকা দেশগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য ৬০ দিন সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে তারা যদি ত্রুটি কাটিয়ে উঠতে না পারে, তবে তাদের লাল বা কমলা তালিকার অন্তর্ভুক্ত করার হুমকি দেওয়া হবে।

এ তালিকায় আছে অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, রিপাবলিক অব কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, ইকুয়েটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, ভানুয়াতু ও জিম্বাবুয়ে।

ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে সাতটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করেছিলেন। ওই সময় নীতিটি একাধিকবার পরিবর্তনের পর ২০১৮ সালে সুপ্রিম কোর্টের অনুমোদন পায়। পরে তালিকাটি আরও বিস্তৃত হয়।

২০২১ সালে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্পের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করেন।

গত জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিন নাগরিকদের সুরক্ষার স্বার্থে নিষেধাজ্ঞাগুলো নতুন করে আরোপ করার ঘোষণা দেন।

ওই আদেশ অনুযায়ী, কয়েকটি মন্ত্রণালয়ের সদস্যদের ২১ মার্চের মধ্যে এমন দেশগুলোর তালিকা জমা দিতে বলা হয়, যাদের ‘পর্যাপ্ত যাচাই ও স্ক্রিনিং করার ব্যবস্থা নেই’ এবং এ কারণে তাদের ভ্রমণ আংশিক বা সম্পূর্ণ স্থগিত করা উচিত।

ট্রাম্পের এই নির্দেশনা তার দ্বিতীয় মেয়াদের শুরুতেই শুরু হওয়া অভিবাসন দমন নীতিরই একটি অংশ।

অবশ্য এ বিষয়ে এখনও মার্কিন পররাষ্ট্র দপ্তর রয়টার্সের মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক কোনও জবাব দেয়নি।

/এস/
সম্পর্কিত
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় নীল স্যুট পরে আলোচনায় ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতির ইঙ্গিত
রেকর্ড দামে বিক্রি হলো টাইটানিক যাত্রীর লেখা চিঠি
সর্বশেষ খবর
শহীদ বাবার পাশেই মেয়েকে দাফন, জানাজায় রিজভী ও সারজিস
শহীদ বাবার পাশেই মেয়েকে দাফন, জানাজায় রিজভী ও সারজিস
হয়লুন্দের ৯৬তম মিনিটের গোলে হার এড়ালো ম্যানইউ
হয়লুন্দের ৯৬তম মিনিটের গোলে হার এড়ালো ম্যানইউ
পুলিশের কাজে বাধা, তাৎক্ষণিক আদালত বসিয়ে চালক-যাত্রীকে কারাদণ্ড
পুলিশের কাজে বাধা, তাৎক্ষণিক আদালত বসিয়ে চালক-যাত্রীকে কারাদণ্ড
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় নীল স্যুট পরে আলোচনায় ট্রাম্প
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় নীল স্যুট পরে আলোচনায় ট্রাম্প
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার