ইউক্রেন যুদ্ধ সমাধানে অগ্রগতির অভাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে ‘হতাশা ও ক্ষোভ’ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (১০ জুলাই) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে আলাদাভাবে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। আর ওই বৈঠকেই খোলামেলাভাবে এমন হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন রুবিও। মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ইউক্রেনে আবারও রুশ হামলা জোরদারের মধ্যেই এই বৈঠকের খবর পাওয়া গেছে।
বৈঠকের পর সাংবাদিকদের রুবিও বলেন, ‘আমি প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) যা বলেছেন, সেটাই পুনরায় বলেছি—অগ্রগতির অভাবে হতাশা ও ক্ষোভ।’
তিনি আরও বলেন, এটি ছিল একটি খোলামেলা ও গুরুত্বপূর্ণ আলোচনা।
মস্কোও এই বৈঠককে গভীর এবং খোলামেলা মতবিনিময় হিসেবে বর্ণনা করেছে।
এএফপি’র খবরে বলা হয়েছে, রুবিও আরও জানান যে ল্যাভরভ ইউক্রেন নিয়ে একটি নতুন ধারণা শেয়ার করেছেন। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি তিনি।
রুবিও বলেন, এটি নতুন কোনও পন্থা নয়। এটি একটি নতুন ধারণা বা চিন্তা, যা আমি প্রেসিডেন্টের কাছে নিয়ে যাব আলোচনার জন্য। তবে তিনি সতর্ক করে দেন, ‘এটি স্বয়ংক্রিয়ভাবে শান্তির দিকে নিয়ে যাবে এমন নয়। তবে সম্ভাব্যভাবে একটি পথ খুলে দিতে পারে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই রুবিওর প্রথম এশিয়া সফর। এর আগে গত ফেব্রুয়ারিতে সৌদি আরবে সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন রুবিও ও ল্যাভরভ। এই দুই শীর্ষ কূটনীতিক ফোনে একাধিকবার কথা বলেছেন।
এদিকে মালয়েশিয়া সফর শেষে চলতি সপ্তাহান্তে উত্তর কোরিয়া সফরে যাবেন ল্যাভরভ।