X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সীমিত সম্পদের কারণে অনেক কাজ করতে পারি না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ১৯:২৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৯:২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের বেসরকারি হাসপাতালগুলোয় চিকিৎসা সেবা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের সীমিত সম্পদ, অনেক ক্ষেত্রে এজন্য আমরা কাজ করতে পারি না, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার ‘দশম সার্ক নাক, কান গলা সম্মেলন-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে নাক, কান ও গলার সমস্যায় ভুগছেন এমন রোগীর সংখ্যা প্রচুর, আর এসব রোগ অনেক সময় ক্যান্সারে রূপান্তরিত হয়। ধনী মানুষেরা দেশে-বিদেশে চিকিৎসা করাতে পারে। কিন্তু দরিদ্র রোগীদের একমাত্র ভরসা দেশের সরকারি হাসপাতালগুলো। অথচ গ্রামাঞ্চলে এ ধরনের রোগের জন্য কোনও বিশেষায়িত হাসপাতাল নেই।’
সোসাইটি অব ‘অটোল্যারিংগোলজিস্ট অ্যান্ড হেড নেক সার্জন্স অব বাংলাদেশ’ এই সম্মেলনের আয়োজন করে। তৃতীয় বারের মতো এই সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। সার্কভুক্ত দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে নাক-কান ও গলা বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে অংশ নেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘গ্রামের মানুষের চিকিৎসা বেশি দরকার, কারণ সেখানেই দেশের বড় অংশ বসবাস করে, সেখানেই যাবেন আপনারা। সরকার একসঙ্গে ১০ হাজার নার্স নিয়োগ দিচ্ছে। তাদের জেলা, উপজেলা, গ্রামে পোস্টিং হবে। কারণ দেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রয়োজন। যারা বেসরকারিভাবে ক্লিনিক চালান, তারা যদি এসব ক্লিনিকে স্বাস্থ্যসেবার চার্জ কমিয়ে রাখেন তাহলে দরিদ্র মানুষগুলোর সহযোগিতা হবে।’

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘সার্কভূক্ত দেশগুলোর সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্যগত বিষয়গুলোতে কিছু কমন সমস্যা রয়েছে। তাই এসব দেশের চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে ইএনটি (নাক-কান-গলা) বিষয়ের উন্নয়নের জন্য এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!