X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় নেপাল যাচ্ছে প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ১৮:২০আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৯:৪৯

 

নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে নেপাল যাচ্ছে আট সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক লুৎফুল কাদের লেলিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। বুধবার (১৪ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান বাংলা ট্রিবিউনকে মোবাইলে এ তথ্য জানান।

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের (ভারপ্রাপ্ত) মহাপরিচালক অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে মোবাইলে বলেন, ‘এই টিমে অর্থোপেডিক চিকিৎসক, এনেসথেসিয়ার চিকিৎসকসহ ঢামেক হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) মোট আটজন চিকিৎসক যাচ্ছেন। তারা সেখানে কতদিন থাকবেন, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। তাদের ফ্লাইট আগামীকাল সকাল ১১টায় নেপালের উদ্দেশে ছেড়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক লুৎফুল কাদের লেলিনের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য চিকিৎসকরা হলেন, ঢামেক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হুসেন ইমাম, সহকারী অধ্যাপক ডা. মো.  মনসুর রহমান, সহকারী অধ্যাপক ডা. একেএম ফেরদৌস রহমান, সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক রাজীব আহমেদ,  সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ ও নিটোরের সহকারী অধ্যাপক ডা. রিয়াজ মজিদ।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে মোবাইলে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে কাল (বৃহস্পতিবার) আমাদের একটি  মেডিক্যাল টিম নেপালে যাবে। এতে নেতৃত্ব দেবেন ডা. লুৎফুর কাদের লেলিন। এখানে বার্ন বিশেষজ্ঞ, অর্থপেডিক ও ক্যাজুয়ালটির চিকিৎসক থাকবেন। তাদের প্রধান কাজ হচ্ছে, নেপালে গিয়ে হাসপাতালগুলোতে আমাদের যে ক্যাজুয়ালটি হয়েছে, তা দেখা। শুধু বাংলাদেশের না, নেপালেরও যারা অসুস্থ হয়েছে, তাদেরও দেখবেন। নেপালের চিকিৎসকদের সঙ্গে কীভাবে কাজ করা যায়, তা নিয়ে আলাপ করবেন। সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন। যদি মনে করেন বাংলাদেশে কোনও রোগীকে নিয়ে আসা যায়, তাহলে তাকে নিয়ে আসবেন।’

/টিওয়াই/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড