X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দুটি হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় গ্রামে ফিরলেন আব্বাস আলী

তাসকিনা ইয়াসমিন
১২ নভেম্বর ২০১৮, ০৩:৫০আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ০৪:১২

 

চিকিৎসা কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা আব্বাস আলীর (৩৫) হার্টে ছিদ্র রয়েছে। রাজধানীর দুটি হাসপাতালে এই রোগটি ডায়াগনোসিস হওয়ার পরও তিনি বিনা চিকিৎসায় গ্রামে ফিরে গেছেন। আব্বাস আলীর অভিযোগ, আর্থিক অবস্থা খারাপ হওয়ায় সরকারি হাসপাতালের চিকিৎসক তাকে চিকিৎসা না দিয়েই ফেরত পাঠিয়েছেন। 
আব্বাস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি গ্রামে ক্ষেতে কাজ করি। আমার বুকে ব্যথা হওয়ায় ডাক্তার দেখাতে ঢাকায় যাই। প্রথমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে গেলে সেখানকার চিকিৎসক ডা. প্রশান্ত কে চন্দ্র বলেন, আমার হার্টে ছিদ্র আছে। তিনি আমাকে সার্জারি বিভাগে ভর্তি হতে বলেন। সেই সঙ্গে আমার চিকিৎসা করাতে এক লাখ ৬৫ হাজার টাকা খরচ হবে বলে জানান।’

তিনি আরও বলেন, ‘সার্জারি বিভাগে ভর্তি হতে গেলে আমাকে বলা হয় যে এখন সিট খালি নেই। বাধ্য হয়ে আমি সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) আসি। সেখানে বহির্বিভাগে টিকেট কেটে ভর্তি হই। এরপর চিকিৎসক অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ আমাকে পাঁচ দিনের ওষুধ দিয়ে বিদায় দেন।’

তিনি বলেন, ‘আমি এখন গ্রামের বাড়িতে আছি। খুব কষ্টে দিন কাটছে। ক্ষেতের কাজকর্ম কিছু করতে পারি না। এখন ঢাকায় যেতে চাই, ঢাকায় গিয়ে চিকিৎসা করাতে চাই। আমার কাছে চিকিৎসক মোবাইল নম্বর নিয়ে রেখেছেন। বলেছেন ওটি খালি হলে আমাকে ফোন দেবেন। তবে এক বছর আগে হবে না বলেছেন। ওই চিকিৎসক ফোন দিলে আমি ঢাকায় গিয়ে চিকিৎসা করাব।’
এ প্রসঙ্গে আব্বাস আলীর আত্মীয় নাসিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আব্বাসকে দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপরও সে চিকিৎসা পায়নি। এক্ষেত্রে চিকিৎসকের অবহেলাই দায়ী। চিকিৎসকরা চাইলে তার চিকিৎসা করাতে পারতেন।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘আব্বাস আলী একজন গরিব কৃষক। তার তেমন কোনও টাকা নেই। তার পক্ষে দিনের পর দিন রাজধানীর কোনও হোটেলে থাকাও সম্ভব না। তার মতো এমন রোগীকে যদি চিকিৎসকরা চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেন এটা খুবই দুঃখজনক।’

জানা যায়, এনআইসিভিডিতে আব্বাস আলীর অস্ত্রোপচার করাতে ৭০ হাজার টাকার মতো খরচ হবে।

এ প্রসঙ্গে এনআইসিভিডির অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে আব্বাস আলী আমাদের বিভাগের রোগী না। তারপরও আমরা তাকে দুই দিন ট্রিটমেন্ট দিয়েছি। এরপর আমরা তাকে পাঁচ দিনের ওষুধ দিয়েছি। আমরা তাকে সার্জারি বিভাগে রেফার করেছি। এছাড়া আমাদের আর কিছু করার ছিল না।’

এনআইসিভিডি সূত্র জানায়, আমাদের দেশে চিকিৎসক রোগীর যোগাযোগের ঘাটতিতে চিকিৎসক সম্পর্কে রোগীরা ভুল ধারণা পোষণ করছে। এই রোগীকে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে না বলায় তিনি ভাবছেন তিনি ঠিকমতো চিকিৎসা পাননি। বর্তমানে সার্জারি বিভাগের কার্যক্রম অস্ত্রোপচার কক্ষের সংস্কার কাজ চলায় বন্ধ আছে। এ কারণে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কতদিন পর এটি চালু হবে সে ব্যাপারেও সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। এছাড়া দেশের সকল সরকারি হাসপাতাল থেকে এই হাসপাতালে রোগী রেফার করার বিষয়েও এই প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশসহ দেশের সকল সরকারি হাসপাতাল সরকার থেকে অর্থ বরাদ্দ পায়। তারা কেউই দরিদ্র হার্টের রোগীকে সহায়তায় এগিয়ে আসে না। এক্ষেত্রে এই একটি হাসপাতাল ঠিক কতজন রোগীকে সাহায্য করতে সক্ষম হবে?

রোগী আব্বাস আলীর ব্যাপারে এনআইসিভিডির পরিচালক মো.আফজালুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসক সঠিকভাবে বলতে পারবেন বলে জানান। তিনি বলেন,‘আমাদের এখান থেকে কোনও রোগী বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটে না।’

এ প্রসঙ্গে বাংলাদেশ হেলথ রাইটস মুভমেন্টের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট ডা. রশীদ-ই-মাহবুব বাংলা ট্রিবিউনকে বলেন,‘এই রোগীর রোগটি জন্মগত। এতদিন পর রোগটি শনাক্ত হয়েছে। তার অবশ্যই এখন অপারেশন করাতে হবে। কোনও দেশেই রোগী হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গেই অপারেশন হয় না। তবে, অন্য দেশে কখন অপারেশন হবে রোগী সেটা জানতে পারে। আমাদের দেশে সেই সুযোগটা না থাকায় এই অসুবিধার সৃষ্টি হয়েছে। এখন চিকিৎসকদের উচিত রোগীকে ডেকে জানানো যে, আপনার অপারেশন আমরা এই সময়ে করব।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে ফিশারিজ সেন্টারের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে ফিশারিজ সেন্টারের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা
আইএমএফ-এর শর্তে ব্যাংক একীভূত হচ্ছে, অভিযোগ বিরোধী দলীয় উপনেতার
আইএমএফ-এর শর্তে ব্যাংক একীভূত হচ্ছে, অভিযোগ বিরোধী দলীয় উপনেতার
নারী বিশ্বকাপে বাংলাদেশের দর্শকদের কাছে আইসিসির প্রত্যাশা
নারী বিশ্বকাপে বাংলাদেশের দর্শকদের কাছে আইসিসির প্রত্যাশা
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের