গত সপ্তাহে (১৮ অক্টোবর থকে ২৪ অক্টোবর) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন। আর তাদের মধ্যে ৭১ দশমিক চার শতাংশই আগে থেকে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। আর তারপরই রয়েছে উচ্চ-রক্তচাপ, বক্ষব্যাধি, হৃদরোগসহ অন্যান্য অসুখ।
আজ সোমবার ( ২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে যে ৫৫ জন মারা গেছেন তাদের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন ১২ দশমিক সাত শতাংশ অর্থাৎ সাতজন। বাকি ৪৮ জন অর্থাৎ ৮৭ দশমিক তিন শতাংশই টিকা নেননি।
টিকা নেওয়া সাত জনের মধ্যে পাঁচজন প্রথম ডোজ আর বাকি দুইজন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন।