X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

১৫ তলার দুটি ভবন হচ্ছে আজিমপুর মাতৃসদনে

শফিকুল ইসলাম
০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৭

ঢাকার আজিমপুরের মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নির্মাণ করা হবে ১৫ তলা করে দুটি ভবন। আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ডাক্তার, কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স ও প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি হিসেবে ব্যবহারের জন্য ভবন দুটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ লক্ষ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে। যা একনেকের অনুমোদন পেয়েছে। ৬৪ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে ভবন দুটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ভবন দুটি নির্মাণ হলে মা ও শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা এবং সময়োপযোগী প্রশিক্ষণ ও গবেষণার টেকসই উন্নয়ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে কর্মরত সেবাদাতা ও আগত প্রশিক্ষণার্থীদের আবাসন সুবিধাও নিশ্চিত হবে। ২০২৪ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্প প্রস্তাবনায় জানা গেছে, প্রকল্পের আওতায় ভবন নির্মাণের পাশাপাশি বিভিন্ন ধরনের পূর্ত কাজ, যেমন অভ্যন্তরীণ আরসিসি সড়ক নির্মাণ, সীমানা দেওয়াল, প্রধান ফটক, গভীর নলকূপ, কম্পিউটার সামগ্রী, কম্পিউটার সফটওয়্যার ও আসবাবপত্র এসবও কেনা হবে। সৌন্দর্য বর্ধনে লাগানো হবে বিভিন্ন প্রজাতির গাছ।

সূত্র জানায়, প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানিয়েছেন, আজিমপুরের মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রতিদিন শত শত মা ও শিশু সেবা নিতে আসেন। স্থান সঙ্কুলানের অভাবে এখানে সেবাদান ও গ্রহণে বাধা পড়ছিল। এ কারণে ভবন দুটি নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার।

/এসআই/এফএ/
সম্পর্কিত
৮ মাসে এডিপি বাস্তবায়নের হার ৩১ দশমিক ১৭ শতাংশ
২৪ ঘণ্টা পরিবারকল্যাণ কেন্দ্র চালু করার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
গাড়ি দুর্ঘটনার পর লুকোচুরি পরিবার পরিকল্পনা কর্মকর্তার
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা